হোম > বিশ্ব > ভারত

সরকারি পৃষ্ঠপোষকতায় ফোনে নজরদারির চেষ্টা চালিয়েছিল হ্যাকারেরা, অভিযোগ বিরোধী নেতাদের 

অনলাইন ডেস্ক

ভারতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা অভিযোগ করেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় তাঁদের আইফোনে দূর থেকে নজরদারি করার চেষ্টা করেছে হ্যাকারেরা। আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আবার সেই বিষয়টি তাঁদের সতর্কবার্তা পাঠিয়ে জানিয়েছে। ওই নেতারা অ্যাপলের পাঠানো সেই মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ারও করেছেন।

অভিযোগকারী এসব নেতার মধ্যে রয়েছেন—শিব সেনার (উদ্ধব ঠাকরে) এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, কংগ্রেস নেতা শশী থারুর, দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা। এ ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরিও একই ধরনের বার্তা পেয়েছেন।

ভারতীয় বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা অভিযোগ করলেও অ্যাপল এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

তৃণমূলের মহুয়া মৈত্র তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছেন, ‘অ্যাপলের কাছ থেকে বার্তা ও ই-মেইল পেয়েছি যে—সরকার আমার ফোন ও ই-মেইল হ্যাক করার চেষ্টা করছে।’ এ সময় তিনি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টকে মেনশন করে বলেন, ‘জেগে উঠুন।’ মহুয়া মৈত্র ভারতের প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলেন, তাঁদের প্রতি তাঁর করুণা হয়।

আম আদমি পার্টি থেকে নির্বাচিত বিধায়ক রাঘব চাড্ডা এ ধরনের কর্মকাণ্ডকে দেশের গণতান্ত্রিক স্বার্থ ও দেশের জনগণের ওপর হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘কেবল আমার স্মার্টফোনই নয়, দেশের গণতান্ত্রিক স্বার্থও আজ হামলার মুখে। (অ্যাপলের) এই বার্তা আমাদের পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারির কথা মনে করিয়ে দেয়, যা বিজেপির সমালোচকদের কণ্ঠ রোধ করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছিল।’

তবে বিরোধী দলের শীর্ষ নেতাদের এমন দাবির বিপরীতে বিজেপির নেতা অমিত মালব্য পাল্টা টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘সাধারণ সন্দেহভাজনেরাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হ্যাকিং নিয়ে ঝড় তুলেছেন এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ভান করছেন। সবই ভালো...তবে এই হল্লা বোল অতীতের মতো স্রেফ গলাবাজির মাধ্যমেই শেষ হবে।’

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন