Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভারতীয় সংসদ ভবনের সামনে বিজেপি-কংগ্রেস হাতাহাতি, ২ জন আইসিইউতে

অনলাইন ডেস্ক

ভারতীয় সংসদ ভবনের সামনে বিজেপি-কংগ্রেস হাতাহাতি, ২ জন আইসিইউতে
বিজেপি অভিযোগ করে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন। ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে সংসদ ভবনের সামনে বিরোধী দল কংগ্রেস ও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পান। তাঁরা বর্তমানে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আজ বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে বিরোধীদের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সদস্যদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বিজেপির দুজন সংসদ সদস্য হলেন ওডিশার প্রতাপ সারঙ্গি ও উত্তর প্রদেশের মুকেশ রাজপুত।

সম্প্রতি, অমিত শাহর বিরুদ্ধে ভারতের সংবিধান প্রণেতা ও সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগ আনে বিরোধী দল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ সংসদ ভবনের সামনে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান বিজেপি জোটভুক্ত এনডিএর সংসদ সদস্যরা। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রতাপ সারঙ্গি ও মুকেশ রাজপুত আহত হন।

বিজেপি অভিযোগ করে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতাপ সারঙ্গিকে ধাক্কা দিয়েছেন। তবে রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করেছেন।

রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেছেন, ‘প্রতাপ সারঙ্গির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর কপাল কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তাঁর রক্তচাপ অনেক বেশি ছিল।’

মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, ‘রাজপুতের মাথায় আঘাত লেগেছে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তাঁর জ্ঞান ফিরে আসে।’ অজয় শুক্লা আরও বলেন, ‘দুজনই আইসিইউতে আছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি।’

বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে রাহুল গান্ধীকে দায়ী করে বলেন, ‘আপনার কি লজ্জা নেই রাহুল? আপনি গুন্ডাগিরি শুরু করেছেন। একজন বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়েছেন।’

তবে পাল্টা অভিযোগ করে রাহুল গান্ধী বলেন, ‘আমি সংসদ ভবনে প্রবেশ করছিলাম। এ সময় বিজেপির সংসদ সদস্যরা আমাকে সংসদ ভবনে প্রবেশে বাধা দেয়, ধাক্কা দেয় ও হুমকি দিতে থাকে।’

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

ভারতে ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডির অর্থায়ন ৭৫০ মিলিয়ন ডলার