হোম > বিশ্ব > ভারত

লোকসভা ভোটের শুরুতে জেলেই থাকতে হচ্ছে কেজরিওয়ালকে

কলকাতা সংবাদদাতা

দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক কথায় ভারতের শীর্ষ আদালতে আবেদন করেও মিলল না স্বস্তি।

ভারতের আসন্ন ১৮তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল। এদিন প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। আর সে সময় জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

আজ সোমবার মামলার শুনানির পরে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেননি শীর্ষ আদালত।

শুনানির সময় আপাতত ভারতের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট।

২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল। ফলে এই দুই দিনই জেলে বন্দী থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুনানির আগে অবশ্য এই গ্রেপ্তারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজেদের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লির আবগারি কেলেঙ্কারির মামলায় আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।

গ্রেপ্তার হওয়ার পরে তাঁকে ইডি হেফাজতে রাখা হলেও পরবর্তী সময়ে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে দিল্লির তিহার জেলে স্থানান্তর করা হয়।

গ্রেপ্তারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই। আজ সোমবার এই মামলার শুনানির সময় তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচনী প্রচার থেকে তাঁকে আটকে রাখার জন্যই গ্রেপ্তার করেছে ইডি।

তবে জামিনের আবেদন মামলা নিয়ে এদিন কোনো রায় দেননি শীর্ষ আদালত। ইডির জবাবের পরেই শুনানি হবে সুপ্রিম কোর্টে।

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

সেকশন