ক্যালেন্ডারের পাতা থেকে বর্ষা ঋতু বিদায় নিলেও ভারতের বিস্তীর্ণ এলাকায় এখনো বৃষ্টি চলছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছর বর্ষা মৌসুম বিদায় নিতে আরও কয়েক দিন দেরি আছে। আর বর্ষার বিলম্বিত বিদায়ে বিপর্যস্ত ভারতের বিস্তীর্ণ এলাকা। উত্তর প্রদেশ বৃষ্টিতে বিপর্যস্ত। রাজ্যে বর্ষার দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১১।
উত্তর প্রদেশে দীর্ঘায়িত বর্ষায় রাজ্যের ২২টি জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে বন্যার কারণে।
এদিকে, উত্তর প্রদেশের পাশাপাশি ভারতের রাজধানী দিল্লিতেও ব্যাপক বৃষ্টি হচ্ছে। গতকাল রোববার রাতে লাল কেল্লার নিকটবর্তী একটি বাড়ির ছাদ ভেঙে চার বছরের এক শিশুসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত দিল্লি ছাড়াও কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরাখন্ড, অন্ধ্রপ্রদেশের মতো একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তরের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।