হোম > বিশ্ব > ভারত

রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে ছানি অপারেশন, চোখ হারালেন ১৮ জন

অনলাইন ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর অন্তত ১৮ জন এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন। তাঁদের সবার ছানি অপারেশন করা হয়েছিল। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল সওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে। রাজস্থান সরকারের চিরঞ্জীবী স্বাস্থ্য প্রকল্পের অধীনে এই অস্ত্রোপচার পরিচালিত হয়েছিল। 

একজন রোগী বলেন, ‘আমার ২৩ জুন অপারেশন করা হয়েছিল এবং ৫ জুলাই পর্যন্ত দৃষ্টিশক্তি ছিল। সবকিছু পরিষ্কার দেখছিলাম। কিন্তু ৬-৭ জুলাইয়ের মধ্যে দৃষ্টিশক্তি চলে যায়। এরপর আবার অপারেশন করা হয়। কিন্তু দৃষ্টিশক্তি ফিরে আসেনি।’ 

ওই রোগী বলেছেন, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, দৃষ্টিশক্তি হারানোর কারণ সংক্রমণ। সংক্রমণ নিরাময়ের চেষ্টা করা হচ্ছে। 

রোগীরা চোখে তীব্র ব্যথার অভিযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আবার হাসপাতালে ভর্তি হতে বলে। পরে তাঁদের আবার অস্ত্রোপচার করা হয়। কারও কারও দুবারের বেশি অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু কেউই আর দৃষ্টিশক্তি ফিরে পাননি। 

তবে হাসপাতালের চক্ষুবিদ্যা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দাবি করছেন, তাঁদের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই। রোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে তদন্ত চলছে।

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

সেকশন