বিশ্বের অন্যতম সেরা ধনী মুকেশ আম্বানি তাঁর প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে দেড় হাজার কোটি রুপির বাড়ি উপহার দিয়েছেন। ওই কর্মকর্তার নাম মনোজ মোদি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আম্বানির কোটি কোটি টাকার চুক্তিগুলোর সাফল্যের পেছনে মনোজের ভূমিকা থাকে। পুরস্কার হিসেবেই মনোজকে ২২ তলার একটি বাড়ি উপহার দিয়েছেন আম্বানি। বহুতল বাড়িটি মুম্বাইয়ের নেপিয়ান সি রোডে অবস্থিত। নেপিয়ান সি রোডে আবাসিক সম্পত্তির দাম সাধারণত প্রতি বর্গফুটে ৪৫ হাজার থেকে ৭০ হাজার টাকা। মুকেশ আম্বানি মনোজকে যে বহুতল বাড়ি উপহার দিয়েছেন, সেটির আয়তন প্রায় ১ দশমিক ৭ লাখ বর্গফুট। তাঁর নতুন বাসভবনের নাম ‘বৃন্দাবন’।
মনোজ মোদি দীর্ঘদিন ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে রিলায়েন্স জিয়োর ডিরেক্টর হিসেবে কাজ করছেন বলে আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।