অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের চতুর্থ দফা সংক্রমণ সামলাচ্ছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় ১২ হাজার। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৯৭৩। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণায়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন, যা গতকালের থেকে অনেকটা কম। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ গেছে ৫ লাখ ২৪ হাজার ৯৯৯ জনের। তবে সেরে উঠেছেন ৪ কোটি ২৭ লাখ ৭২ হাজার ৩৯৮ জন।
বর্তমানে ভারতে করোনার অ্যাকটিভ কেস ৯২ হাজার ৫৭৬, যা গতকালের থেকে ৭৯৭ জন বেশি। আর নতুন সংক্রমণ ও প্রাণহানি বেশি কেরালায়।