কলকাতা প্রতিনিধি
কংগ্রেসের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও অন্যতম মুখপাত্র পবন খেরাকে গ্রেপ্তার করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবার নাম ভুল বলায় পবন খেরাকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে আসাম পুলিশ। পরে অবশ্য সুপ্রিম কোর্ট থেকে জামিন পান কংগ্রেসের এই নেতা।
পবন খেরা জানান, তিনি ভুল করে প্রধানমন্ত্রীর বাবার নাম ভুল বলেছিলেন। তবে বিজেপির অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তাঁকে অপমান করেছেন কংগ্রেস মুখপাত্র। তাঁদের অভিযোগের ভিত্তিতেই এদিন দিল্লি বিমান বন্দর থেকে রাজস্থানে দলীয় অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় পবন খেরাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পরই কংগ্রেস নেতারা দিল্লি বিমানবন্দরে আসেন। সুপ্রিম কোর্টে যান কংগ্রেস নেতা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙভি। সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করলে কংগ্রেস নেতারা ছত্তিশগড়ে চলে যান।
যাওয়ার আগে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করেন, দেশে গণতন্ত্রের বদলে ফ্যাসিবাদী কার্যকলাপ শুরু হয়েছে। পাল্টা জবাবে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, কংগ্রেস নেতা বলে কেউ আইনের ঊর্ধ্বে নন। আইন আইনের পথেই চলবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আগামীকাল শুক্রবার থেকে ছত্তিশগড়ের রায়পুরে শুরু হচ্ছে কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশনেই দলের পরবর্তী কর্মসূচি গৃহীত হবে।