হোম > বিশ্ব > ভারত

কংগ্রেস মুখপাত্র পবনের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত দিল্লি

কলকাতা প্রতিনিধি

কংগ্রেসের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও অন্যতম মুখপাত্র পবন খেরাকে গ্রেপ্তার করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবার নাম ভুল বলায় পবন খেরাকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে আসাম পুলিশ। পরে অবশ্য সুপ্রিম কোর্ট থেকে জামিন পান কংগ্রেসের এই নেতা। 

পবন খেরা জানান, তিনি ভুল করে প্রধানমন্ত্রীর বাবার নাম ভুল বলেছিলেন। তবে বিজেপির অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তাঁকে অপমান করেছেন কংগ্রেস মুখপাত্র। তাঁদের অভিযোগের ভিত্তিতেই এদিন দিল্লি বিমান বন্দর থেকে রাজস্থানে দলীয় অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় পবন খেরাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পরই কংগ্রেস নেতারা দিল্লি বিমানবন্দরে আসেন। সুপ্রিম কোর্টে যান কংগ্রেস নেতা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙভি। সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করলে কংগ্রেস নেতারা ছত্তিশগড়ে চলে যান। 

যাওয়ার আগে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করেন, দেশে গণতন্ত্রের বদলে ফ্যাসিবাদী কার্যকলাপ শুরু হয়েছে। পাল্টা জবাবে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, কংগ্রেস নেতা বলে কেউ আইনের ঊর্ধ্বে নন। আইন আইনের পথেই চলবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আগামীকাল শুক্রবার থেকে ছত্তিশগড়ের রায়পুরে শুরু হচ্ছে কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশনেই দলের পরবর্তী কর্মসূচি গৃহীত হবে। 

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন