Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

এক দশক পর লোকসভায় শতাধিক আসন পেতে যাচ্ছে কংগ্রেস, জয়ের পথে রাহুল

অনলাইন ডেস্ক

এক দশক পর লোকসভায় শতাধিক আসন পেতে যাচ্ছে কংগ্রেস, জয়ের পথে রাহুল

ভারতের লোকসভা নির্বাচনে ২০১৪ সালের পর এই প্রথম আবারও শতাধিক আসনে এককভাবে জয়ী হতে যাচ্ছে দেশটির সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের ভোট গণনা থেকে দেখা গেছে, কংগ্রেসের প্রার্থীরা শতাধিক আসনে এগিয়ে আছেন। দুই আসন থেকে নির্বাচনে লড়া রাহুল গান্ধীও জয়ের পথেই আছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার সময় থেকেই জাতীয় পর্যায়ের নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। এর পরের নির্বাচন, অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে দলটি পেয়েছিল মাত্র ৫২টি আসন। তারপর এই প্রথম শতাধিক আসন পেতে পারে বলে দেখা যাচ্ছে। 

এর আগে কংগ্রেস যখন ২০০৯ সালে কেন্দ্রে সরকার গঠন করেছিল, সে সময় দলটি এককভাবে পেয়েছিল ২০৬টি আসন। সে সময় অবশ্য কংগ্রেসের জোটের নাম ছিল ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স। সেই জোটও ভালো ফল করেছিল। তবে এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও এর জোটকে হারাতে গত বছরের জুনে ইন্ডিয়া জোট গঠন করে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল। 

এনডিটিভির দেওয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত ৫৪৩টি আসনেরই ভোট গণনা চলছে। এর মধ্যে বিজেপির এনডিএ জোট ২৯৯টি আসনে এগিয়ে এবং বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে ২১২টি আসনে। এর বাইরে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন ৩২টি আসনে। 

এদিকে, কংগ্রেসের পোস্টারবয় বলে খ্যাত রাহুল গান্ধী এবারের নির্বাচনে লড়েছেন ওয়ায়েনাদ ও রায়বেরেলি আসন থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেসের সাবেক এই সভাপতি দুটি আসনেই এগিয়ে আছেন।

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি