হোম > বিশ্ব > ভারত

‘সনাতন ধর্ম রক্ষা বোর্ড’ গঠনের আবেদন নাকচ করে দিল দিল্লি হাইকোর্ট

অনলাইন ডেস্ক

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি তুষার রাও গেদেলার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ‘সনাতন ধর্ম রক্ষা বোর্ড’ গঠনের আবেদন নাকচ করে দিয়েছে। ছবি: সংগৃহীত

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভারতে হিন্দুত্ববাদ বাড়ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দিল্লি হাইকোর্টে হিন্দুদের অধিকার ও প্রথা সুরক্ষার জন্য বোর্ড গঠনের আবেদন করে একটি সংগঠন। এই আবেদনটি আজ বুধবার আদালত নাকচ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জনস্বার্থ মামলা হিসেবে ‘সনাতন ধর্ম রক্ষা বোর্ড’ গঠনের আবেদনটি করে ‘সনাতন হিন্দু সেবা সংঘ ট্রাস্ট’। আবেদনে দাবি করা হয়, ভারতের সরকার বিভিন্ন ধর্মের অনুসারীদের জন্য বিভিন্ন বোর্ড বা সংস্থা গঠন করেছে। তবে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের অনুসারীদের অধিকার ও রীতিনীতি সুরক্ষার জন্য কোনো নির্দিষ্ট বোর্ড বা সরকারি সংস্থা নেই।

সংগঠনের পক্ষে অ্যাডভোকেট অশোক কুমার আবেদনটি দাখিল করেন। সেটি বেঞ্চে উত্থাপন করা হলে বিচারপতি মনমোহন ও বিচারপতি তুষার রাও গেদেলা তা শুনতে অস্বীকার করেন। আদালত বলেন, ‘আদালত সরকারের নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না।’

আবেদনকারী অভিযোগ করেন, অন্যান্য সম্প্রদায়ের অনুসারীরা সনাতন ধর্মের বিরুদ্ধে বিভিন্ন আক্রমণ চালাচ্ছেন। যেমন-সনাতন ধর্মের অনুসারীদের অন্য ধর্মে ধর্মান্তরিত করার প্রচেষ্টা, যা এই ধর্মের রীতিনীতি ও বিশ্বাসের বিরোধী।

আবেদনকারী আরও বলেন, দেশের অধিকাংশ জনগণ সনাতন/হিন্দু ধর্ম অনুসরণ করেন। তাদের সুরক্ষা ও অন্যান্য সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই অধিকার নিশ্চিত করা হয়নি।

আবেদনকারী আরও উল্লেখ করেন, দেশে অনেক মন্দির কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখান থেকে তহবিল সংগ্রহ করা হয়। তবুও, সনাতন/হিন্দু ধর্ম রক্ষার জন্য একটি জাতীয় পর্যায়ের সংস্থা গঠিত হয়নি।

তবে হাইকোর্ট জানিয়েছে, তারা নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। সংসদে বিল উত্থাপন করে, আইন পাশ হলে তবেই এমন বোর্ড গঠন করা যেতে পারে। এছাড়া ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো ধর্মের মানুষকে বিশেষ সুবিধা বা সুবিধা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বোর্ড থাকতে পারে না।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন