হোম > বিশ্ব > ভারত

অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে মারা গেলেন তরুণী

অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছিলেন ভারতের কেরালার ২০ বছর বয়সী এক তরুণী। সেই বিরিয়ানি খাওয়ার পর ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, কেরালার স্থানীয় হোটেল ‘রোমানশিয়া’ থেকে বিরিয়ানি অর্ডার করেছিলেন অঞ্জু শ্রীপার্বতী নামের তরুণী। পরে তিনি সেই খাবার খেয়ে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

কেরালার পুলিশ বলেছে, কেরালার কাসারগোডের কাছে পেরুমবালায় বাস করতেন অঞ্জু শ্রীপার্বতী। গত ৩১ ডিসেম্বর তিনি কাসারগোডের রোমানশিয়া নামের একটি রেস্টুরেন্ট থেকে অনলাইনে ‘কুঝিমান্থি’ বিরিয়ানি কিনে খেয়েছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে অঞ্জু শ্রীপার্বতী মারা গেছেন।

পুলিশ আরও জানিয়েছে, ওই তরুণীর বাবা-মা অভিযোগ দায়ের করার পরে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। নিহত তরুণীর ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিরিয়ানি খেয়ে অসুস্থ হওয়ার পরে অঞ্জু শ্রীপার্বতী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাঁকে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে সেখানে তিনি মারা গেছেন।

এদিকে কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই মৃত্যুর কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। বীণা জর্জ সাংবাদিকদের বলেছেন, ‘এই মৃত্যুর বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করার জন্য খাদ্য নিরাপত্তা কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনাটি এবং মেয়েটির চিকিৎসায় কোনো অবহেলা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে।’

বীণা জর্জ আরও বলেছেন, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের (এফএসএসএ) অধীনে যেসব হোটেলের খাবারে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি