ভারতীয় মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলী নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছেন জেট এয়ারওয়েজের সিইও সঞ্জীব কাপুর। গতকাল শনিবার তিনি টুইটারে ভারতীয় মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলী নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে হতাশা প্রকাশ করে তিনি পাড় পাননি। টুইটার ব্যবহারকারীরা তাঁর শেয়ার করা টুইট বার্তার মন্তব্যের ঘরে কড়া সমালোচনা করেছেন।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বেঙ্গালুরু মেট্রো স্টেশন ও দুবাই মেট্রো স্টেশনের ছবি পাশাপাশি শেয়ার করে ভারতীয় মেট্রো স্টেশনগুলোও যে সুন্দর সে বিষয়টি তুলে ধরেন। এছাড়া টুইটার ব্যবহারকারীরা দিল্লি, হায়দরাবাদসহ অন্যান্য শহরের মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলীর চিত্র তুলে ধরেন। অনেকে তাঁর পদত্যাগ ও জেট এয়ারওয়েজ বয়কটের ডাকও দেন।