হোম > বিশ্ব > ভারত

বেঙ্গালুরুতে চিকিৎসকের দেহে ওমিক্রন, সংস্পর্শে আসা ৫ রোগীও করোনা পজিটিভ 

ভারতের বেঙ্গালুরুতে একজন চিকিৎসকের দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা পাঁচ রোগীও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভারতের কর্নাটক রাজ্যের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এর আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতে ওমিক্রন ধরনে শনাক্ত রোগী পাওয়ার কথা নিশ্চিত করা হয়। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কর্নাটকে দুই ব্যক্তির জিনোম সিকোয়েন্সে ধরা পড়েছে ওমিক্রন ৷ এদের মধ্যে একজন ৪৬ বয়সী চিকিৎসক। ওই চিকিৎসক বিদেশ ফেরত নয়। গত ২১ নভেম্বর ওই চিকিৎসকে জ্বর এবং শরীর ব্যস্থা শুরু হয়। পরের দিন তিনি হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাঁর নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়,। তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।  

ভারতে শনাক্ত হওয়া আরেক করোনা রোগী দক্ষিণ আফ্রিকার নাগরিক। তিনি করোনার নেগেটিভ রিপোর্ট নিয়েই ভারতে এসেছিলেন।  ৬৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক গত ২০ নভেম্বর বেঙ্গালুরু পৌঁছন৷ একটি হোটেলে চেক ইন করেন৷ আর সেই দিনই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ তখন স্বাস্থ্য কর্মকর্তারা তাঁকে হোটেলে আইসোলেশনে থাকার পরামর্শ দেন। দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক গত ২৭ নভেম্বর দুবাইয়ে চলে গেছেন। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি