Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ‘জোরদার করবে বিজেপি’

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ‘জোরদার করবে বিজেপি’

চলতি বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আয়োজিত ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

এ ছাড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গেও সম্পর্ক জোরদার করতে এ দুটি দলের প্রতিনিধিদলের আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা। 

বুধবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে কয়েকটি দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নড্ডা। 

এ বিষয়ে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিল্লিতে ‘বিজেপিকে জানুন’ শিরোনামে দলটির প্রধান কার্যালয়ে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলাদেশ, মিশর, জার্মানি, গ্রিস, গায়ানা, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সুরিনাম, সুইডেন এবং তাঞ্জানিয়ার কূটনীতিক মিশন অংশ নেয়। 

বিজেপির সূত্রগুলো বলছে, ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশগ্রহণ তাঁদের দলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কারণ এই সংলাপের আয়োজন করেছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এই দলটির সঙ্গে আবার ভারতের বর্তমান বিরোধী দল জাতীয় কংগ্রেসের বহু পুরোনো সম্পর্ক রয়েছে। তবে বিজেপির লক্ষ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা। 

হিন্দুর প্রতিবেদনে এও বলা হয়েছে যে,২০১৮ সালে ভারতীয় কংগ্রেসের সম্মেলনে তৎকালীন সভাপতি রাহুল গান্ধীকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠানো হয়েছিল। 

জেপি নাড্ডার সভাপতিত্বে বিদেশি রাজনৈতিক দল, প্রতিনিধিদল এবং বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগে বর্তমানে বেশ সক্রিয় ক্ষমতাসীন বিজেপি।

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু