হোম > বিশ্ব > ভারত

শপথ নিলেন ভারতের নতুন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু

ভারতের প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। আজ সোমবার সকাল ১০: ১৫টায় ভারতের ১৫তম প্রসিডেন্ট হিসেবে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নেন তিনি। প্রধান বিচারপতি এনভি রমনা তাঁকে শপথবাক্য পাঠ করান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব বলা হয়েছে। 

শপথ নেওয়ার পর দ্রৌপদী মুর্মু বলেন, ‘ভারতের স্বাধীনতার ৭৫ তম বছরে এসে প্রেসিডেন্ট হিসেবে সেবা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসেছি, যে গ্রামে প্রাথমিক শিক্ষা পাওয়াও কঠিন।’ 

এর আগে দিনের শুরুতে দ্রৌপদী মুর্মু রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং ভারতের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এ ছাড়া তিনি বিদায়ী প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ এবং ফার্স্ট লেডি সবিতা কোবিন্দের সঙ্গে দেখা করেন। এরপর নির্বাচিত প্রেসিডেন্ট ও বিদায়ী প্রেসিডেন্ট আনুষ্ঠানিক শোভাযাত্রায় সংসদে পৌঁছান। 

দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণের সময় ভাইস প্রেসিডেন্ট ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, মন্ত্রী পরিষদের সদস্যরা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কূটনৈতিক মিশনের প্রধান, সংসদ সদস্য এবং প্রধান বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নতুন প্রেসিডেন্টের সম্মানে বিদায়ী প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ প্রেসিডেন্ট ভবনে নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে ভাইস প্রেসিডেন্ট নাইডু, প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন। 

গত বৃহস্পতিবার সাঁওতাল সম্প্রদায়ের ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু তাঁর প্রতিদ্বন্দ্বী যশোবন্ত সিনহাকে পরাজিত করে প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস সৃষ্টি করেন। 

দ্রৌপদী মুর্মুর জন্ম শহর ওডিশার রায়রাংপুরে সাজ সাজ রব পড়ে গেছে। আজ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে গ্রামের লোকজন উৎসবের আয়োজন করেছে। 

এর আগে ২০১৫ সালে ঝাড়খণ্ডের প্রথম নারী রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। 

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি