হোম > বিশ্ব > ভারত

খাবার দিতে দেরি করায় বিয়ে ভেঙে চাচাতো বোনকে মালা পরালেন বর

অনলাইন ডেস্ক    

প্রতীকী ছবি

ভারতের উত্তরপ্রদেশের চন্দৌলিতে খাবার দিতে দেরি হওয়ায় নিজের বিয়ে ভেঙে দিয়েছেন এক ব্যক্তি। এর পর ওইদিনই তিনি বিয়ে করেছেন চাচাতো বোনকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ ডিসেম্বর উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার হামিদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কনে অভিযোগ করেন, সাত মাস আগে মেহতাব নামে ওই ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। ২২ ডিসেম্বর বরযাত্রী আসার পর তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে খাবার দিতে সামান্য দেরি হচ্ছিল। এতে মেহতাবের বন্ধুবান্ধব তাঁকে ঠাট্টা করতে থাকেন। এক পর্যায়ে মেহতাব রেগে গিয়ে বিয়ের মঞ্চ ত্যাগ করে বাড়ি ফিরে যান।

কনে অভিযোগ করে বলেন, ‘এই বিষয় নিয়ে মেহতাব ও তাঁর পরিবারের সদস্যরা আমাদের পরিবারকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করেছে। পরিস্থিতি খারাপ হলে গ্রামের প্রবীণ ব্যক্তিরা এসে সমাধানের চেষ্টা করেন। কিন্তু মেহতাব বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি ফিরে যান।’

পরদিন কনে এবং তার পরিবারের সদস্যরা জানতে পারেন মেহতাব সেদিনই নিজের চাচাতো বোনকে বিয়ে করেছেন।

২৩ ডিসেম্বর কনের পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, মেহতাবের পরিবার বিয়ের কয়েক ঘণ্টা আগে দেড় লাখ রুপি নিয়েছে এবং বিয়ের দিন তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বরপক্ষের ২০০ অতিথির জন্য আয়োজন করা হয়েছিল। বিয়ে ভেঙে দেওয়ায় সব খাবার নষ্ট হয়ে যায়।

পরবর্তীতে চন্দৌলি জেলার পুলিশ সুপার আদিত্য লাগির হস্তক্ষেপে, উভয় পক্ষকে ডেকে সমস্যার সমাধান করা হয়। চন্দৌলি থানার সার্কেল অফিসার রাজেশ রাই জানান, উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত হয়, বরপক্ষ কনের পরিবারকে ১ লাখ ৬১ হাজার রুপি ফেরত দেবে।

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

মহাকুম্ভ মেলায় ভাইরাল কে এই ‘সুন্দর সাধ্বী’

সেকশন