Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

শুধু সরকারের সমালোচনা করলেই সাংবাদিক গ্রেপ্তার করা যাবে না

অনলাইন ডেস্ক

শুধু সরকারের সমালোচনা করলেই সাংবাদিক গ্রেপ্তার করা যাবে না

ঢাকা: শুধুমাত্র সরকার বা প্রতিষ্ঠানের কঠোর সমালোচনা করার জন্য কোনো সাংবাদিককে রাষ্ট্রদ্রোহ অভিযোগে গ্রেপ্তার করা যাবে না, যদি না লেখক সরকারের বিরুদ্ধে সহিংসতা ও সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ায়। মুক্তমনা বক্তৃতা ও গণমাধ্যমের স্বাধীনতার আদেশের গতকাল বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন।

গত বছর লকডাউনে প্রবাসী শ্রমিকদের দুর্দশার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে সাংবাদিক বিনোদ দুয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই অভিযোগে হিমাচল পুলিশ একটি অভিযোগ দায়ের করে। এই মামলায় বিচারক ইউ ইউ ললিত ও বিনীত সরান রাষ্ট্রদ্রোহের এই মামলা খারিজ করে এই রায় দিয়েছেন। দুয়ার বিরুদ্ধে করা বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর না করার কথাও বলেছেন।

আদালত বলেন, বিনোদ দুয়ারের প্রকাশিত ভিডিও দুর্যোগ ব্যবস্থাপনা আইন বা আইপিসির কোনো ধারায় অপরাধ হিসাবে চিহ্নিত হয়নি।

১০ বছরের অভিজ্ঞতা থাকা সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের না করার বিষয়ে সুপ্রিম কোর্টের প্রতি দুয়ারের আরেকটি আবেদন ছিল। তবে আদালত তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে। খারিজ করে বিচারকেরা বলেন, এমন নির্দেশনা আইনি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে।

আদালত বলেন, একজন নাগরিকের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, যতক্ষণ না তিনি আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে মানুষকে সহিংসতার প্ররোচনা না করেন বা জনসাধারণের ব্যাধির সৃষ্টি না করেন। আর সরকারের বিরুদ্ধে সমালোচনা মানে উন্নয়নের পথ বাতলে দেওয়া। এটা আইন ভাঙা নয়।

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র