হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশ থেকে সুফি সাধকের দেহাবশেষ ভারতে নেওয়ার আবেদন হাইকোর্টে খারিজ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ঢাকায় মারা যাওয়া এক সুফি সাধকের মরদেহ ভারতে নিয়ে পুনঃ দাফনের আবেদন দেশটির সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। 

হজরত শাহ মুহম্মদ আবদুল মুক্তাদির শাহ মাসউদ আহমাদ নামে ওই সুফি সাধক ২০২২ সালে ঢাকায় মারা যান। তাঁর জন্ম ভারতে। কিন্তু পরে পাকিস্তানে চলে আসেন। মৃত্যুর আগে তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদে (বর্তমান নাম প্রয়াগরাজ) সমাহিত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে আদালতে করা আবেদনে উল্লেখ করা হয়েছে। 

তাঁর শেষ ইচ্ছাকে সম্মান জানাতে প্রয়াগরাজে পুনঃ দাফনের জন্য মরদেহ আনতে কেন্দ্র সরকারের কাছে নির্দেশনা চেয়ে আবেদন করেছিল হজরত মোল্লা সৈয়দ দরগা কর্তৃপক্ষ। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমে টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হজরত শাহ মুহম্মদ আবদুল মুক্তাদির এলাহাবাদের আদি বাসিন্দা। ১৯৯২ সালে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) চলে আসেন। মৃত্যুর আগে তিনি উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ শহরের দরগায় সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 

আদালত বলেছেন, ‘তিনি একজন পাকিস্তানি নাগরিক ছিলেন। আপনি কীভাবে আশা করতে পারেন যে ভারত সরকার তাঁর মৃতদেহ পুনঃ দাফনের জন্য নিয়ে আসবে! (ভারত সরকারের) এমন কোনো অধিকার নেই যার প্রয়োগ চাওয়া যেতে পারে।’ 

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ আরও বলেন, ‘তিনি যদি ভারতীয় নাগরিক হতেন, তবে আবেদনটি গ্রাহ্য করা যেত। আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের নীতিগুলোও তো মেনে চলতে হবে!’ 

দরগার পক্ষের আইনজীবী বলেন, পাকিস্তানে হজরত শাহ মুহম্মদ আবদুল মুক্তাদিরের কোনো পরিবার বা স্বজন ছিলেন না। অধিকন্তু, সুফি সাধক ছিলেন হজরত মোল্লা সৈয়দের মাজারের ‘সাজ্জাদা নাশিন’। 

সুফি ঐতিহ্যে একজন সাজ্জাদা নাশিন হলেন সুফি সাধকের উত্তরসূরি, যিনি একটি মাজারের প্রধান হিসেবে থাকেন। 

আদালতের বেঞ্চ স্পষ্ট করে বলেছেন, সুফি সাধকের মৃতদেহ দেশে আনার ব্যবস্থা করার ব্যাপারে সাংবিধানিকভাবে বলবৎযোগ্য কোনো অধিকার সরকারের নেই, কারণ তিনি একজন পাকিস্তানি নাগরিক। 

ওই সুফি সাধক ২০০৮ সালে প্রয়াগরাজে হজরত মোল্লা সৈয়দ মোহাম্মদ শাহের মাজারের সাজ্জাদা নাশিন মনোনীত হন। তিনি ২০২১ সালে মাজারে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে উইল করেছিলেন। ২০২২ সালের জানুয়ারি মাসে ঢাকায় মারা যাওয়ার পর এখানেই তাঁকে দাফন করা হয়।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন