অনলাইন ডেস্ক
ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস আজ। রাজধানী দিল্লিসহ দেশটির সব রাজ্যে উদ্যাপিত হচ্ছে দিবসটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দিল্লিতে ‘কর্তব্যপথে’ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সকাল সাড়ে ১০টায় দিল্লির বিজয় চক থেকে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। লাল কেল্লা হয়ে তা শেষ হয় কর্তব্যপথে। ব্রিটিশ আমলের রাজপথ নতুন করে ঢেলে সাজানো হয়েছে। নাম বদলে রাজপথকে ‘কর্তব্যপথ’ করার পর এই প্রথমবার সেখানে প্রজাতন্ত্রের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ ছাড়া প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
প্রজাতন্ত্র দিবস ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি। ট্রাফিক-সংক্রান্ত নির্দেশিকাও জারি করে দিল্লি পুলিশ। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য ৬ হাজার সেনা মোতায়েন করা হয়।