হোম > বিশ্ব > ভারত

মোবাইল বন্ধ থাকায় সচিবকে শোকজ করল দিল্লি সরকার

অনলাইন ডেস্ক

দিল্লির সরকারি সেবা দপ্তরের সচিব আশিস মোর। তিনি একজন আইএএস অফিসার। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরি বিধি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দিল্লির আম আদমি শাসিত সরকার।

সম্প্রতি হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করায় আশিস মোরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারি নোটিশ বলা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

দিল্লিতে আমলাদের বিষয়ে আম আদমি সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ঘোষণার কয়েক ঘণ্টা পরই আশিস মোরের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো। যেখানে ইউনিয়ন টেরিটোরি দিল্লিতে সরকার ও আমলাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে।

পরিষেবা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এর আগে বলেছিলেন, আশিস মোর হঠাৎ করে কাউকে না জানিয়ে সচিবালয় থেকে বেরিয়ে গেছেন। এরপর তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। গত বৃহস্পতিবারই মন্ত্রী এই আমলাকে এখান থেকে সরানোর দাবি জানান।

এ সংক্রান্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সচিব আশিস মোরকে সরকারি পরিষেবা দপ্তরের সচিব পদে নতুন একজনের বদলির নথিপত্র তাঁকে দেখাতে বলেছিলেন। কিন্তু আশিস মোর কাউকে না জানিয়ে মন্ত্রীর অফিস ছেড়ে চলে যান। এরপর তাঁর সঙ্গে কোনোভাবে যাতে যোগাযোগ করা না যায় সে জন্য ফোন বন্ধ রাখেন।

সচিব আশিস মোরের বিরুদ্ধে এর আগে এই মন্ত্রণালয় রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, আশিস মোরের বাড়িতে একটি নোট পাঠানো হয়েছিল কিন্তু তিনি প্রাপ্তি স্বীকার করেননি। এরপর ই–মেইল ও হোয়াটসঅ্যাপেও নোট পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন ও পরিষেবার ওপর দিল্লি সরকারের আইনি ও নির্বাহী ক্ষমতার পক্ষে রায় দেয়। আদালত বলে, আইন শৃঙ্খলা, পুলিশ ও ভূমির ব্যাপার ছাড়া বাকি সব ক্ষেত্রে দিল্লি সরকারের আদেশই অগ্রগণ্য।

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন