Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

অনলাইন ডেস্ক

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত
চ্যাংড়াবান্ধা স্থলবন্দর হয়ে ফেরত পাঠানো হয় বাংলাদেশি আজাদুর রহমানকে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে গতকাল মঙ্গলবার ভারতে প্রবেশ করেছিলেন আজাদুর রহমান। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেন তাঁর ছেলে। তাঁকে বাড়িতে নেওয়ার জন্য দেশটিতে যান আজাদ। কিন্তু প্রবেশের পর স্থানীয় এক রিকশাচালকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, আজাদ ভারতকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করেছিলেন। পরে তাঁকে সেদিনই ফেরত পাঠানো হয় বাংলাদেশে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে এক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ, ভারতে আসার অব্যবহিত পরেই তিনি ভারতের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন।

মাগুরার হাজিপুরের বাসিন্দা মোহাম্মদ আজাদুর রহমান কোচবিহারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তাঁর ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য একবার প্রবেশের জন্য একটি বিবিধ ভিসায় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।

ভারতে পৌঁছানোর পর আজাদ স্থানীয় বাজারের দিকে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। পথে তিনি ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, যার ফলে রিকশাচালকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। অল্প সময়ের মধ্যেই আরও কয়েকজন রিকশাচালক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং আজাদকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আজাদুর রহমানকে মেখলিগঞ্জ থানায় নিয়ে যায়। কিন্তু, থানার সামনেও একদল লোক জড়ো হয়ে আজাদুর রহমানকে ক্ষমা চাইতে বলে। এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমিত করার জন্য পুলিশ তাঁকে ইমিগ্রেশন পয়েন্টে নিয়ে যায়। সেখান থেকে ছেলেকে ছাড়াই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত পাঠানোর আগে স্থানীয়রা নিশ্চিত করেন যে, আজাদুর রহমান তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এ প্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের একটি বড় অংশ ভারতকে হালকাভাবে নেয়। যদি এটি অন্য কোনো দেশ হতো, তাহলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারত।’

চ্যাংড়াবান্ধা চেকপোস্টের কর্মকর্তা সুরজিৎ বিশ্বাস বলেন, ‘মেখলিগঞ্জ থানার পুলিশ তাঁকে আমাদের কাছে আনার পর আজাদুর রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।’

রাস্তা আটকে রিল বানিয়ে ভাইরাল স্ত্রী, চাকরি খোয়ালেন কনস্টেবল স্বামী

রতন টাটার ৩৮০০ কোটি টাকার সম্পত্তি বণ্টন: কে কী পাচ্ছেন?

চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

১৬ মাওবাদীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী

আরজি করে দলবদ্ধ ধর্ষণের প্রমাণ নেই, সিবিআইয়ের প্রতিবেদন

মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সুস্থ ও সভ্য সমাজ সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট

৩-৬ মাসের মধ্যে ভারত ‘ধ্বংস’ হয়ে যাবে যদি...: মার্কিন শুল্ক নিয়ে চিদাম্বরমের সতর্কবার্তা

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

ভারতে জুমা ও ঈদের নামাজ রাস্তায় পড়লে পাসপোর্ট বাতিল