হোম > বিশ্ব > ভারত

আসামের হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

আসামের মূখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

আসামের হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। আজ বুধবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, ‘আসাম গো সংরক্ষণ আইন-২০২১ আরও শক্তিশালী করতে মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে কোনো হোটেল, রেস্তোরাঁ বা জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন বা খাওয়া যাবে না। এটি আইনে সংযোজন করা হবে।’

তিনি জানান, আগের আইনে মন্দির বা ধর্মীয় স্থানের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। তবে এখন থেকে এই বিধি পুরো রাজ্যে প্রযোজ্য হবে।

নতুন আইনে আরও বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি বৈধ পারমিট ছাড়া অন্য রাজ্য থেকে আসামের মধ্য দিয়ে বা আসামের ভেতরে গরু পরিবহন করতে পারবেন না। এটি শুধুমাত্র কৃষি বা প্রাণিসম্পদ ব্যবহারের উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষে করা যাবে।’

আসাম গো সংরক্ষণ আইন-২০২১,১৯৫০ সালের আইনের পরিবর্তে নতুন করে করা হয়েছিল। নতুন আইনে গরুর মাংসের বাণিজ্য এবং পরিবহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু, শিখ, জৈন এবং অন্যান্য সম্প্রদায়ের যারা গরুর মাংস খায় না, সেই সব এলাকায় ও এসব এলাকায় অবস্থিত মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী আশাবাদী, কংগ্রেস এই সিদ্ধান্তে সমর্থন জানাবে। নতুন সংযোজিত বিধি আইনে অন্তর্ভুক্ত হওয়ার পর পুরো রাজ্যে প্রভাব ফেলবে। এই পদক্ষেপ রাজ্যের গো সংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতার প্রতি সম্মান প্রদর্শন করবে বলে মনে করছে সরকার।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন