Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

আসামের হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

আসামের হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস নিষিদ্ধ
আসামের মূখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

আসামের হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। আজ বুধবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, ‘আসাম গো সংরক্ষণ আইন-২০২১ আরও শক্তিশালী করতে মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে কোনো হোটেল, রেস্তোরাঁ বা জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন বা খাওয়া যাবে না। এটি আইনে সংযোজন করা হবে।’

তিনি জানান, আগের আইনে মন্দির বা ধর্মীয় স্থানের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। তবে এখন থেকে এই বিধি পুরো রাজ্যে প্রযোজ্য হবে।

নতুন আইনে আরও বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি বৈধ পারমিট ছাড়া অন্য রাজ্য থেকে আসামের মধ্য দিয়ে বা আসামের ভেতরে গরু পরিবহন করতে পারবেন না। এটি শুধুমাত্র কৃষি বা প্রাণিসম্পদ ব্যবহারের উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষে করা যাবে।’

আসাম গো সংরক্ষণ আইন-২০২১,১৯৫০ সালের আইনের পরিবর্তে নতুন করে করা হয়েছিল। নতুন আইনে গরুর মাংসের বাণিজ্য এবং পরিবহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু, শিখ, জৈন এবং অন্যান্য সম্প্রদায়ের যারা গরুর মাংস খায় না, সেই সব এলাকায় ও এসব এলাকায় অবস্থিত মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী আশাবাদী, কংগ্রেস এই সিদ্ধান্তে সমর্থন জানাবে। নতুন সংযোজিত বিধি আইনে অন্তর্ভুক্ত হওয়ার পর পুরো রাজ্যে প্রভাব ফেলবে। এই পদক্ষেপ রাজ্যের গো সংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতার প্রতি সম্মান প্রদর্শন করবে বলে মনে করছে সরকার।

ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়: মোদি

বিজেপি সরকারের ওয়াক্ফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

ভারতে মুসলমানদের ওয়াক্ফ বোর্ডে থাকবে ২ অমুসলিম সদস্য, বিল পাস

ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাস, কী আছে এতে

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

ক্রিকেট-ভূরাজনীতিতে বিভক্ত বাংলাদেশ-ভারত একমত হলো যে বিষয়ে

জিওর কাছে ভারত সরকার পাবে ১,৭৫৭ কোটি রুপি, বিল ব্যর্থতায় পুরোটাই গচ্চা

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি সেনারা, চালাল গুলি

বাংলাদেশের অভ্যুত্থানের ভয় ভারতের ক্ষমতাসীন শিবিরেও, কাছে আসছে বিজেপি-আরএসএস