হোম > বিশ্ব > ভারত

ভারতের প্রেসিডেন্টের জি-২০ নৈশভোজে দাওয়াত পাননি কংগ্রেস সভাপতি

অনলাইন ডেস্ক

ভারতের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খড়গেকে জি–২০ সম্মেলনের নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। কংগ্রেস নেতা খড়গের কার্যালয়ের বরাত দিয়ে এনডিটিভি এক প্রদিবেদনে এ তথ্য জানিয়েছে। আগামীকাল শনিবার এ নৈশভোজ হবে। 

খড়গের ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদা রয়েছে এবং তিনি দেশের বৃহত্তম বিরোধী দলের সভাপতি। তবে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকেও নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি বলে সূত্র জানিয়েছে। 

এদিকে সমস্ত রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত কেন্দ্র সরকারের সব সচিব এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরাও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং এইচডি দেবগৌড়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীদের মধ্যে বিহারের নীতিশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর এম কে স্টালিন, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের ভগবন্ত মান এ নৈশভোজে যোগ দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আমন্ত্রিত সব অতিথিকে আগামীকাল সন্ধ্যা পৌনে ৬টায় সংসদ ভবনে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। সেখান থেকে তাঁদের বিশেষ পরিবহন যোগে ভারত মণ্ডপমে নেওয়া এবং নৈশভোজ শেষে আবার সংসদ ভবনে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

দিল্লি পুলিশ সমস্ত রাজ্যের মন্ত্রিপরিষদ সদস্য, সচিব এবং অন্য বিশেষ অতিথিদের তাঁদের বাসভবন থেকে সংসদ ভবনে নেওয়ার ভ্রমণসূচি তৈরি করেছে। 

নৈশভোজটি দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমের মাল্টিফাংশন হলে অনুষ্ঠিত হবে। এ সময় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মুক্তেশ পরদেশি।

মুক্তেশ জি–২০ এর একজন বিশেষ সচিব (অপারেশনস) এবং এই শীর্ষ সম্মেলনের ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান। 

কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানস্থলে পৃথকভাবে সমস্ত দেশের নেতাদের স্বাগত জানাবেন। সেখানে তিনি শনিবার তাঁদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনও করবেন। 

শনিবার ভারত মণ্ডপমে দুটি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদি সকাল ৯টায় অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। 

সম্মেলনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর মহাসচিব বা নির্বাহী পরিচালকদের নেতৃত্বে ৪০টির বেশি প্রতিনিধিদল থাকবে।

মুক্তেশ পরদেশি জানান, প্রতিটি প্রতিনিধি দলে ১৫০ জন থেকে ২০০ জন থাকবেন। নিরাপত্তা কর্মী, মিডিয়া প্রতিনিধি, সেবাদানকারী এবং অন্যরা মিলে শনি ও রোববার ভারত মণ্ডপমে প্রায় ১০ হাজার লোক জমায়েত হবেন।

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন