হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে সহিংসতা, আটক ২০ 

অনলাইন ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে হিন্দু–মুসলিম সহিংসতার ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে হিন্দুদের একটি ধর্মীয় মিছিল চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর শহরতলি জাহাঙ্গীরপুরার ওই সংঘর্ষে ছয় পুলিশ কর্মকর্তাসহ এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল–জাজিরার প্রতিবেদন অনুসারে, রোববার এক টুইটে এই ২০ জনের গ্রেপ্তারের কথা উল্লেখ করে দিল্লি পুলিশ জানিয়েছে—বাকি দাঙ্গাবাজদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের চিহ্নিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, দিল্লি পুলিশ জানিয়েছে, হনুমান জয়ন্তী মিছিলে সংঘটিত সহিংসতার জন্য দুই অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল ও পাঁচটি তলোয়ার জব্দ করা হয়েছে। এরই মধ্যেই তাঁদের আদালতে হাজির করা হয়েছে।

এদিকে, সহিংসতার বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর মিছিলে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই সহিংসতা শুরুর করার বিষয়ে একে অপরকে দায়ী করেছে। স্থানীয় মুসলমানেরা দাবি করেছেন—হনুমান জয়ন্তী মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্র বহন করছিল এবং একটি মসজিদ ভাঙচুরের চেষ্টা চালিয়েছিল। 

অপরদিকে, মিছিলে অংশগ্রহণকারীরা অস্ত্র বহনের কথা স্বীকার করলেও জানিয়েছে, সহিংসতার জন্য মুসলমানেরাই দায়ী। তাঁরা বলেছে, তাঁদের দিকে পাথর ছুড়ে মারা হয়েছিল। 

এই ঘটনায় পুলিশ দাঙ্গা, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্তে ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলের কর্মকর্তাদের দশটি টিম গঠন করা হয়েছে। 

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

সেকশন