Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

সত্তরোর্ধ্বদের বছরে ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা দেওয়ার ঘোষণা ভারত সরকারের 

সত্তরোর্ধ্বদের বছরে ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা দেওয়ার ঘোষণা ভারত সরকারের 

ভারতীয় যেসব নাগরিকের বয়স ৭০ বছর বা তার বেশি, তাঁরা সবাই সরকারের কাছ থেকে প্রতি বছর ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা পাবেন। ভারত সরকারের আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের আওতায় এই সেবা দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্প ভারতের সাড়ে ৪ কোটি পরিবারের ৬ কোটি প্রবীণ নাগরিকদের সহায়তা দেবে। এই প্রকল্পে প্রতি পরিবার বিবেচনায় একেকজন ৭০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের ৫ লাখ রুপি করে দেওয়া হবে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অনুমোদনের ফলে, ৭০ বছর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিক তাঁদের আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে এবি পিএম-জয় প্রকল্পের সুবিধাসমূহ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের অধীনে একটি নতুন আলাদা কার্ড দেওয়া হবে।’ 

ভারত সরকার বলেছে, ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকেরা, যাঁরা এরই মধ্যে এবি পিএম-জয় প্রকল্পের অন্তর্ভুক্ত, তাঁদের পরিবারপ্রতি বছরে ৫ লাখ রুপির সুবিধা পাবে। তবে এই অর্থ তাঁরা পরিবারের অন্য সদস্য—যাঁদের বয়স ৭০ বছরের কম—তাঁদের দিতে পারবেন না। 

এদিকে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্পের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘প্রত্যেক ভারতীয়র জন্য সহজলভ্য, সাশ্রয়ী মূল্যের এবং উচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়: মোদি

বিজেপি সরকারের ওয়াক্ফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

ভারতে মুসলমানদের ওয়াক্ফ বোর্ডে থাকবে ২ অমুসলিম সদস্য, বিল পাস

ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাস, কী আছে এতে

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

ক্রিকেট-ভূরাজনীতিতে বিভক্ত বাংলাদেশ-ভারত একমত হলো যে বিষয়ে

জিওর কাছে ভারত সরকার পাবে ১,৭৫৭ কোটি রুপি, বিল ব্যর্থতায় পুরোটাই গচ্চা

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি সেনারা, চালাল গুলি

বাংলাদেশের অভ্যুত্থানের ভয় ভারতের ক্ষমতাসীন শিবিরেও, কাছে আসছে বিজেপি-আরএসএস