হোম > বিশ্ব > ভারত

বিজেপিকে ‘সিরিয়াল সরকার হন্তারক’ বললেন কেজরিওয়াল 

অনলাইন ডেস্ক

বিজেপিকে ‘সিরিয়াল সরকার হন্তারক’ বলে আখ্যা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, তাঁর সরকার প্রয়োজনে আস্থা ভোটের মুখোমুখি হতে চায় এবং দেখিয়ে দিতে চায় বিজেপি এএপির নেতাদের প্রলুব্ধ করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার দিল্লি বিধানসভার এক বিশেষ অধিবেশনে তিনি এই কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের আস্থা ভোটের মুখোমুখি করতে চায় দিল্লি সরকারে থাকা আম আদমি পার্টি। এএপির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী সোমবার দিল্লি বিধানসভায় আস্থা ভোটে অনুষ্ঠিত হতে পারে। 

দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনের ভাষণে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি একটি আস্থা প্রস্তাব আনতে চাই। দেখাতে চাই যে, বিজেপি আমাদের একজন বিধায়ককেও প্রলুব্ধ করতে পারেনি।’ কেজরিওয়াল বলেন, ‘বিজেপি বেশ কয়েকটি সরকার ভেঙে দিয়েছে এবং এখন তাঁরা দিল্লির দিকে ঝুঁকেছে। আমাদের দেশে একটি সিরিয়াল সরকার হন্তারক রয়েছে।’ 

এএপি এই বিশেষ অধিবেশন টি আয়োজন করা হয়েছিল দিল্লির সরকার ফেলতে বিজেপির ‘অপারেশন লোটাস’ বিষয়ে জরুরি আলোচনা করতে। এ ছাড়া, মনীশ সিসোদিয়ার মতো এএপির জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের বিষয়েও আলোচনা করা হয় অধিবেশনে। এই বিষয়ে সিসোদিয়া অভিযোগ করে বলেছিলেন, বিজেপি তাঁকে এএপি ছেড়ে তাদের সঙ্গে যোগ দিতে বলেছিল এবং যোগ দিলেই তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ, তদন্ত সব তুলে নেওয়া হবে। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার এএপির ৫৩ জন বিধায়ক কেজরিওয়ালের কার্যালয়ে হাজির হয়ে সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে।

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

সেকশন