কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে গুলিতে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের কোনো সংযোগ নেই। শুক্রবার স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার ওই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক প্রতিবেদনে বলেছে, কলকাতার পার্ক সার্কাস এলাকায় এলোপাতাড়ি গুলি চালান এক পুলিশ সদস্য। তিনি বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা রক্ষার দায়িত্বে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আনন্দবাজার আরও জানিয়েছে, ওই পুলিশ সদস্য মানসিক ভারসাম্য হারিয়ে গুলি ছুড়লে তা এক মোটরসাইকেল আরোহীর গায়ে গিয়ে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, ওই পুলিশ সদস্য ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালিয়েছিলেন। তারপর নিজেই নিজের গলায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
আনন্দবাজার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরও জানিয়েছে, ওই পুলিশ সদস্যের ছোড়া গুলি গিয়ে লাগে এক মোটরসাইকেলচালকের পিঠে। পেছনে থাকা নারী আরোহীর গায়ে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।