Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

এনডিএর সঙ্গে থাকছেন চন্দ্রবাবু, বিজেপিকে দেখা দিচ্ছেন না জোটসঙ্গী নিতীশ

এনডিএর সঙ্গে থাকছেন চন্দ্রবাবু, বিজেপিকে দেখা দিচ্ছেন না জোটসঙ্গী নিতীশ

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সরকার গঠনের পথের কাঁটা আরেকটু দূর হলো যেন। অন্ধ্রপ্রদেশের স্থানীয় রাজনৈতিক দল ও ১৬টি লোকসভা আসন পাওয়া চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশাম পার্টি জানিয়েছে, তাঁরা বিজেপির এনডিএ জোটের সঙ্গেই থাকছেন। তবে এর মধ্যে বিজেপির জন্য আশঙ্কার খবর হলো, অপর জোটসঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার তাঁদের সঙ্গে দেখা করছেন না। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ বুধবার তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু সাংবাদিকদের সামনে এনডিএ জোটের প্রতি তাঁর দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা এনডিএ জোটের সঙ্গে আছি এবং দিল্লিতে আজ জোটের যে বৈঠক অনুষ্ঠিত হবে, আমি তাতে যোগ দেব।’ 

এর আগেও ফল প্রকাশের পর চন্দ্রবাবু নাইডু সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এনডিএ জোটের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘অন্ধ্রপ্রদেশের জনগণ আমাদের একটি অসাধারণ ম্যান্ডেট দিয়েছে। এই ম্যান্ডেট আমাদের জোট ও আমাদের রাজ্যের প্রতি জোটের যে দৃষ্টিভঙ্গি, তার প্রতি জনগণের আস্থার প্রতিফলন। আমরা জনগণকে নিয়ে একসঙ্গে অন্ধ্রপ্রদেশকে পুনর্গঠন করব এবং এর গৌরব পুনরুদ্ধার করব।’ 

চন্দ্রবাবু নাইডুর এ কথা থেকে অনেকটাই স্পষ্ট যে, তাঁর হয়তো আপাতত এনডিএ জোট ছাড়ার কোনো ইচ্ছা নেই। কিন্তু এ ধরনের আচরণ দেখা যায়নি নিতীশ কুমারের তরফ থেকে। গতকাল মঙ্গলবার বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী একাধিকবার নিতীশের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও তিনি দেখা দেননি। 

বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে নিতীশের দেখা করতে না চাওয়ার বিষয়টি বেশ কল্পনা-জল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইন্ডিয়া জোটের নেতারা তাঁর সঙ্গে দেখা করেছেন—এমন খবর চাউর হওয়ার পর থেকে বিষয়টি আরও গভীর হয়েছে। তবে দিল্লিতে নিতীশের দলের সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র কেসি ত্যাগী দ্য হিন্দুকে বলেছেন, ‘আমরা এনডিএ জোটে ছিলাম এবং আমরা তাদের সঙ্গেই এগিয়ে যাব।’

ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়: মোদি

বিজেপি সরকারের ওয়াক্ফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

ভারতে মুসলমানদের ওয়াক্ফ বোর্ডে থাকবে ২ অমুসলিম সদস্য, বিল পাস

ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাস, কী আছে এতে

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

ক্রিকেট-ভূরাজনীতিতে বিভক্ত বাংলাদেশ-ভারত একমত হলো যে বিষয়ে

জিওর কাছে ভারত সরকার পাবে ১,৭৫৭ কোটি রুপি, বিল ব্যর্থতায় পুরোটাই গচ্চা

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি সেনারা, চালাল গুলি

বাংলাদেশের অভ্যুত্থানের ভয় ভারতের ক্ষমতাসীন শিবিরেও, কাছে আসছে বিজেপি-আরএসএস