অনলাইন ডেস্ক
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদে একটি কাঠের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ করছেন।
পুলিশ জানিয়েছে, বিহারের ১২ জন শ্রমিক গোডাউনে আটকা পড়েছিলেন। এক শ্রমিক লাফ দিয়ে আগুন থেকে রক্ষা পেলেও বাকিরা প্রাণ হারিয়েছেন। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতদের মরদেহ বিহারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।