Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

এবার ভারতেও শনাক্ত হলো এমপক্স

অনলাইন ডেস্ক

এবার ভারতেও শনাক্ত হলো এমপক্স

পাকিস্তানে বেশ কিছুদিন আগেই শনাক্ত হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত উদ্বেগজনক রোগ এমপক্স। এবার প্রতিবেশী ভারতেও এমপক্সে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করে অন্যদের থেকে আলাদা করে রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এমপক্সে আক্রান্ত ব্যক্তি হরিয়ানা রাজ্যের হিসার অঞ্চলের বাসিন্দা। তাঁর বয়স ২৬ বছর। তিনি এমপক্সের ওয়েস্ট আফ্রিকান প্রকরণ-২-এ আক্রান্ত। তাঁকে রাজধানী নয়াদিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এমপক্সে আক্রান্ত ওই ব্যক্তি গত শনিবার বিদেশ থেকে দেশে ফিরেছেন। তবে তিনি কোন দেশে ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়। এরই মধ্যে তাঁর শরীরে এমপক্সের যাবতীয় লক্ষণ ফুটে উঠেছে। তিনিই ভারতের প্রথম এমপক্স আক্রান্ত ব্যক্তি। 

এর আগে, গত আগস্ট মাসের মাঝামাঝি পাকিস্তানে মারাত্মক মাঙ্কিপক্স বা এমপক্স ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্য বিভাগ বলেছিল, এই এলাকায় একজন এমপক্স রোগী নিশ্চিত করা হয়েছে। 

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও আশপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগস্টের মাঝামাঝি এ বিষয়ে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করে। ২০২৩ সালের জানুয়ারিতে এই ভাইরাসে কঙ্গোতে ২৭ হাজার মানুষ আক্রান্ত এবং ১ হাজার ১০০ জনের বেশি মৃত্যু হয়েছে, এদের মধ্যে শিশুর সংখ্যাই অধিক। 

আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এমপক্স ছড়ায়। এটি সঙ্গম, ত্বকের সংস্পর্শ, কথা বলা বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। এতে ফ্লুর মতো উপসর্গের পাশাপাশি পুঁজ ও ক্ষত সৃষ্টি করে। অধিকাংশ ক্ষেত্রে প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে। 

এমপক্সের দুটি প্রধান ধরন রয়েছে যথা ক্ল্যাড-১ ও ক্ল্যাড-২। এর আগে ২০২২ সালে এমপক্স পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণার সময় বলা হয়েছিল, সেবারের সংক্রমণ তুলনামূলকভাবে হালকা ক্ল্যাড-২ ছিল। যা হোক, এবার অনেক বেশি মারাত্মক ক্ল্যাড-১ ধরনটি ছড়িয়ে পড়ছে। এই প্রাদুর্ভাবের মধ্যে অসুস্থ হওয়া ১০ শতাংশ মানুষ মারা গেছে।

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

ভারতে ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডির অর্থায়ন ৭৫০ মিলিয়ন ডলার

চতুর্থ দফায় আরও ১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

মহাকুম্ভের পুণ্যস্নানে এসে স্বামীর পরকীয়ার বলি হলেন স্ত্রী

কেরালায় দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন

উত্তরাখন্ডে বন সংরক্ষণের তহবিলে কেনা হয়েছে আইফোন–আসবাব

বিজেপি-আরএসএস ১৯৬০-এর দশক থেকেই মার্কিন অর্থ পাচ্ছে: কংগ্রেসের পাল্টা অভিযোগ

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের আহ্বানের জবাবে ‘সন্ত্রাসবাদ জুজু’ দেখাল ভারত

কোটি টাকার হেরোইনসহ আটক ভারতীয় ‘লেডি ডন’ জোয়া খান

ইউএসএআইডির ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল, মুখ খুলল ভারত সরকার