হোম > বিশ্ব > ভারত

মদপানে অস্বীকৃতি, যুবককে ছাদ থেকে ফেলে দিল বন্ধুরা

অনলাইন ডেস্ক

মদপানে অস্বীকৃতি জানানোয় এক যুবককে ছাদ থেকে ফেলে দিয়েছেন তাঁরই বন্ধুরা। এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌতে। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওই যুবককে তাঁর নিজ বাড়ির ছাদ থেকেই ফেলে দেন বন্ধুরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌয়ের রূপপুর খাদরা এলাকায়। ঠিক কবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে রণজিৎ সিং নামের ওই যুবককে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমে ভাইরাল হয়েছে। 

পুলিশের ভাষ্য, রণজিৎ সিং নামের ওই যুবকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাঁর চার বন্ধু। একপর্যায়ে তাঁরা সবাই মিলে রণজিতের বাড়ির ছাদে আড্ডা দিতে শুরু করেন। সেখানেই মদপানের বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে মতবিরোধ হয় রণজিতের। পরে বন্ধুরা তাঁকে ছাঁদ থেকে পাশের রাস্তায় ফেলে দেন। এতে আহত হন রণজিৎ। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। 

রণজিতের বাড়ির বিপরীত পাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়ার ভিডিওটি ধরা পড়ে। ভিডিও থেকে দেখা গেছে, একজন রণজিৎকে ছাদ থেকে ফেলে দিচ্ছেন। অপর তিনজন নিচে রাস্তায় দাঁড়িয়ে আছেন। বিষয়টি ফেলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি তিন বন্ধু মিলে রণজিৎকে মারধর করতে থাকেন। 

পরে স্থানীয়রা দেখতে পেয়ে রণজিৎকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর না হওয়ায় রণজিৎ বর্তমানে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া পেয়ে নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে অধিকতর জানতে তদন্ত চলমান। এরই মধ্যে অভিযুক্ত চারজনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক। পুলিশ জানিয়েছে, পলাতক একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন