হোম > বিশ্ব > ভারত

‘লড়াই চালিয়ে যাব’, ২১ দিন পর অনশন ভাঙলেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

অনলাইন ডেস্ক

টানা ২১ দিন লবণ ও পানি খেয়ে টিকে থাকার পর অনশন ভেঙেছেন লাদাখের জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। লাদাখের আলাদা রাজ্যের মর্যাদা এবং হিমালয়ের ভঙ্গুর বাস্তুসংস্থান রক্ষার দাবিতে অনশনে বসেছিলেন ওয়াংচুক। তবে অনশন ভাঙলেও আন্দোলন জারি রাখবেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

পেশায় ইঞ্জিনিয়ার এবং সার্বিকভাবে একজন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের কথা ভারত এবং ভারতের বাইরের মানুষ জানতে পারেন মূলত ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটির মাধ্যমে। আমির খান অভিনীত সিনেমাটির প্রধান চরিত্র ছিল ফুংসুক ওয়াংডু, ডাকনাম র‍্যাঞ্চো। চরিত্রটি তৈরি করা হয়েছিল সোনম ওয়াংচুকের জীবনকাহিনির আদলে। বাস্তবের র‍্যাঞ্চো সম্প্রতি গোটা দেশের নজর কাড়েন লাদাখের জন্য অনশন করে।

গত ৬ মার্চ তিনি অনশন শুরু করে বলেছিলেন যে, ২১ দিন অনশন চালিয়ে যাবেন এবং মৃত্যু পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হতে পারে। গতকাল সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এই শিক্ষাবিদ ও সংস্কারক বলেন, তার অনশন শেষ করার সময় হাজির হয়েছিল প্রায় ৭ হাজার মানুষ। এটি ছিল তার অনশনের প্রথম পর্বের সমাপ্তি। তিনি বলেন, ‘২১ দিন ছিল গান্ধীজির দীর্ঘতম উপবাস।’

সেই পোস্টে ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক বলেন, ‘আজ একটি গুরুত্বপূর্ণ দিন। প্রথম পর্ব শেষ হলেও অনশন শেষ হয়নি। আমার পর নারীরা আগামীকাল ১০ দিনের অনশন শুরু করবেন। তাদের অনুসরণ করবেন যুবক ও বৌদ্ধ সন্ন্যাসীরা। তারপর নারীরা অনশন করতে পারেন বা, আমিও অনশনে ফিরতে পারি। এই চক্রটি চলবে। সব ধর্মের ৬ হাজার মানুষ একদিনের উপবাসে আমার সঙ্গে যোগ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী যে, আমাদের কণ্ঠস্বর আরও জোরালো হয়ে সরকারের কাছে পৌঁছাবে। গত কয়েক সপ্তাহে ৬০ থেকে ৭০ হাজার মানুষ এখানে এসেছেন এবং সমর্থন দিয়েছেন। আমি আশা করি, আমাদের অনশন অব্যাহত থাকবে। তবে আমি আরও আশাবাদী যে, সরকার জনগণের আওয়াজ শুনবে এবং প্রতিশ্রুতি পূরণ করবে।’

এর আগে গত মঙ্গলবার, সোনম ওয়াংচুক কেন্দ্রীয় সরকারকে তাদের প্রতিশ্রুতি এবং লাদাখের জনগণের দাবি পূরণের আহ্বান জানান। এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি একটি হিমায়িত পানির গ্লাসের দিকে ইঙ্গিত করে বলেন যে, তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়া সত্ত্বেও ৩৫০ জন মানুষ তার সঙ্গে উপবাসে যোগ দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে, লাদাখের হিমালয় পর্বতের ভঙ্গুর বাস্তুতন্ত্র এবং এখানে গড়ে ওঠা অনন্য আদিবাসী উপজাতীয় সংস্কৃতিগুলোকে যেন রক্ষা করা হয়। আমরা প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহকে শুধু রাজনীতিবিদ হিসেবে ভাবতে চাই না। আমরা তাদের রাষ্ট্রনায়ক হিসেবে ভাবতে চাই। তবে সে জন্য তাদের দক্ষতা ও দূরদর্শিতা দেখাতে হবে।’

সোনম ওয়াংচুকের অভিযোগ, একাধিক প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি মোদি সরকার। ২০১৯ সালে লাদাখের প্রাকৃতিক সম্পদ এবং প্রকৃতিকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সে বছরই কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধন করে জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে এবং লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেয়। তখন আশ্বাস দেওয়া হয়, লাদাখের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করা হবে।

তবে এসব আশ্বাসের কোনোটাই বাস্তবায়ন করেনি সরকার, সেসব দাবি আদায়েই আমরণ অনশনের সিদ্ধান্ত নেন সোনম। তাঁর প্রতিবাদে শামিল হয়েছেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন