হোম > বিশ্ব > ভারত

 লক্ষাধিক টাকা হাতিয়ে বিয়ের প্রথম রাতেই পালালেন নববধূ

লক্ষাধিক টাকা হাতিয়ে বিয়ের প্রথম রাতে শ্বশুরবাড়ি থেকে পালালেন নববধূ। ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এমন ঘটনা। সেখানে বিয়ের প্রথম রাতেই ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেছেন নববধূ। শেষপর্যন্ত থানায় গিয়ে বর অভিযোগ দায়ের করার পরই পুরো ঘটনাটি সামনে আসে। ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের ভিন্দের ঘোরমি এলাকার যুবক সোনু জৈনের দীর্ঘদিন বিয়ে হচ্ছিল না। মনমতো পাত্রী পাচ্ছিলেন না তিনি। এর মধ্যেই উদল খাটিক নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। ওই ব্যক্তি সোনুকে পাত্রী খুঁজে দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন। বদলে জানান তাঁকে ১ লাখ রুপি বা ১ লাখ ১৪ হাজার টাকা দিতে হবে। শেষ পর্যন্ত ৯০ হাজার রুপি বা ১ লাখ ২ হাজার টাকা দিতে রাজিও হয়ে যান সোনু। এরপরই সোনুর সঙ্গে অনিতা রত্নাকর নামের এক নারীর পরিচয় করান। সঙ্গে অরুণ খাটিক এবং জিতেন্দ্র রত্নাকর নামের আরও দুজনের পরিচয় করিয়ে দেন। শেষপর্যন্ত সব কথাবার্তার পর বিয়েতে রাজি হয়ে যান সোনু। সে সময় তাঁর পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে নির্দিষ্ট দিনে দুজনের বিয়েও হয়। সবকিছুই বেশ ঠিকঠাকভাবেই চলছিল। কিন্তু আসল ঘটনাটি ঘটে রাতের বেলা, সবাই ঘুমিয়ে যাওয়ার পর। এ সময় অনিতা হঠাৎ করেই জানান, তাঁর শরীর খারাপ লাগছে। এ কথা বলে ছাদেও চলে যান তিনি। পরে সোনুর বাড়ির কারও নজরে আসে নববধূ বাড়িতে নেই। এরপরই খোঁজ শুরু হয়ে যায় চারদিকে। কিন্তু কেউই তাঁকে খুঁজে পায়নি।

জানা গেছে, ছাদ থেকেই নিচে নেমে পালিয়ে গিয়েছিলেন অনিতা। যদিও শেষরক্ষা হয়নি। তখনই টহল পুলিশ অনিতাকে গ্রেপ্তার করেছে। এরপরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সোনু।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি