হোম > বিশ্ব > ভারত

টিভিতে দাবদাহের খবর পড়ার সময় তীব্র গরমে অজ্ঞান উপস্থাপিকা

ভারতের পশ্চিমবঙ্গে টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলাকালে তীব্র গরমে অজ্ঞান হয়ে পড়েছিলেন এক উপস্থাপিকা। লোপামুদ্রা সিনহা নামের ওই উপস্থাপিকা ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শন বা ডিডির উপস্থাপিকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পশ্চিমবঙ্গ রাজ্যে বিগত কয়েক দিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে নাকাল রাজ্যবাসী। তারই যেন একটি নমুনা দেখা গেল দূরদর্শনের টিভি সেটে। অজ্ঞান হওয়ার বিষয়টি লোপামুদ্রা তাঁর ফেসবুকে জানিয়েছেন, তিনি অনুষ্ঠান শুরুর আগে থেকেই একটু অসুস্থ বোধ করছিলেন। তারপরও তিনি স্টুডিওতে গিয়েছিলেন অনুষ্ঠানের কাজ করতে।

লোপামুদ্রা জানান, শরীরে পানিশূন্যতা ঠেকাতে তিনি তাঁর সঙ্গে এক বোতল পানিও রেখেছিলেন। তবুও তিনি অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান। এক ভিডিওতে তিনি বলেন, ‘লাইভ নিউজের সময় আমার রক্তচাপ মারাত্মকভাবে কমে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই। আমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলাম। ভেবেছিলাম, কিছুটা পানি পান করলে ঠিক হয়ে যাবে।’

কিন্তু পানি পানের সুযোগই পাননি লোপামুদ্রা। তার আগেই তিনি অজ্ঞান হয়ে যান। তিনি বলেন, ‘আমি পানি পানেরই সুযোগ পাইনি এবং এরপর একপর্যায়ে অজ্ঞান হয়ে যাই।’ মজার ব্যাপার হলো, লোপামুদ্রা যখন অজ্ঞান হয়ে যান সে সময় তিনি দাবদাহের খবর পড়ছিলেন।

এ বিষয়ে লোপামুদ্রা বলেন, ‘আমি ভেবেছিলাম বরাদ্দ চারটি খবরই শেষ করতে পারব। কোনো রকমে দুটি খবর পড়া সম্পন্ন করার পর ৩ নম্বরে ছিল তাপপ্রবাহের খবর। এটি পড়তে গিয়ে আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়ি। ভেবেছিলাম, শেষ করতে পারব এবং নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি।’

দূরদর্শনের পুরোপুরি স্টুডিও শীতাতপ নিয়ন্ত্রিত। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন এয়ার কন্ডিশন ব্যবস্থা কাজ করছিল না। যার ফলে, স্টুডিও গরম হয়ে ওঠে এবং সেখানকার সব বাতি জ্বলতে থাকায় তাপমাত্রা আরও বেড়ে যায়।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি