Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা জেএমএমকে গ্রাস করছে: ঝাড়খণ্ডে মোদি

বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা জেএমএমকে গ্রাস করছে: ঝাড়খণ্ডে মোদি

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) বিরুদ্ধে রোহিঙ্গা ও বাংলাদেশিদের সমর্থনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার এক সমাবেশে ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলটির বিরুদ্ধে এমন গুরুত্বর অভিযোগ তুললেন ভারতের প্রধানমন্ত্রী। 

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রধানমন্ত্রী মোদি রাজ্যটির জামশেদপুরে এক সমাবেশে বলেছেন, ‘সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। জমি দখল করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা (বাংলাদেশি ও রোহিঙ্গা) পঞ্চায়েতে অবস্থান নিচ্ছে। মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বাড়ছে...অনুপ্রবেশকারীদের কারণে প্রতিটি ঝাড়খণ্ডি অনিরাপদ বোধ করছে।’ 

নরেন্দ্র মোদি আরও বলেন, ‘জেএমএম বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে...এই অনুপ্রবেশকারী এবং চরমপন্থীরা জেএমএম দখল করে নিচ্ছে...এটা ঘটেছে কারণ জেএমএমে কংগ্রেসের ভূত ঢুকেছে...কংগ্রেসের ভূত যখন কোনো দলে প্রবেশ করে, তখন তুষ্টি সেই দলের একমাত্র অ্যাজেন্ডা হয়ে দাঁড়ায়...এই দলগুলো ধর্মের ভিত্তিতে তাদের ভোটব্যাংক গঠন করতে চায়।’ 

অনুপ্রবেশকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সমস্যা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। 

এএনআই মোদিকে উদ্ধৃত করে বলেছে, ‘ছোট মেয়ের বাবা-মা চিন্তিত। দু-তিন দিন আগে ঝাড়খণ্ড হাইকোর্ট অনুপ্রবেশের তদন্তের জন্য একটি স্বাধীন প্যানেল গঠনের নির্দেশ দেয়। কিন্তু জেএমএম সরকার ঝাড়খণ্ডে অনুপ্রবেশের কথা মানতে রাজি নয়। সাঁওতাল পরগনা ও কোলহানে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ একটি বড় সমস্যা। পুরো অঞ্চলের জনসংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছে।’ 

প্রধানমন্ত্রী মোদি জেএমএম, কংগ্রেস এবং আরজেডিকে ‘ঝাড়খণ্ডের শত্রু’ বলে অভিহিত করেছেন। 

মোদি বলেন, ‘আরজেডি এখনো ঝাড়খণ্ডের ওপর প্রতিশোধ নিতে চায়। আর কংগ্রেস ঝাড়খণ্ডকে ঘৃণা করে। কংগ্রেস কয়েক দশক দিল্লি থেকে দেশ শাসন করলেও পিছিয়ে থাকা আদিবাসী ও দলিতদের এগিয়ে আসতে দেয়নি। জেএমএম আদিবাসী ভোট ব্যবহার করে রাজনীতিতে এগিয়ে এসেছে। কিন্তু আজ তাঁরা আদিবাসীদের ভূমি দখলকারীদের পাশে দাঁড়িয়েছে।’ 

পিটিআই মোদিকে উদ্ধৃত করে বলেছে, ‘এটি জেএমএমকে বিদায় জানানোর সময়। দলটি রাজ্যের খনি, খনিজ, সেনাবাহিনীর জমি লুট করেছে। কংগ্রেসের দুর্নীতির স্কুল জেএমএম সরকারকে প্রশিক্ষণ দিয়েছে।’

রাশিয়ার অস্ত্রের বাজার দখলের চেষ্টা করছে ভারত

ভারতীয় দীর্ঘ পথের ট্রেনযাত্রা নিয়ে ফরাসি ইউটিউবারের সতর্কবার্তা

আজকের দিনে তাজমহল তৈরি করতে খরচ কেমন হতো

হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াক্ফ বোর্ডে হিন্দু কেন: সুপ্রিম কোর্ট

ভারতের মন্দিরে গোপনে তরুণীর পায়ের ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

উর্দু উদ্ভূত শব্দ ছাড়া হিন্দিতে কথোপকথনই সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

পরকীয়া জেনে ফেলায় কিশোরী মেয়ের নগ্ন ভিডিও ধারণ, প্রেমিকসহ মা গ্রেপ্তার

বিমানবন্দরের রানওয়ে দিয়ে শোভাযাত্রা, ফ্লাইট বন্ধ কয়েক ঘণ্টা