র্যাগিংয়ের শিকার মেডিকেল ছাত্রীর আত্মহত্যার পর তেলেঙ্গানায় এবার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ায় ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রাজ্যের ওয়ারাঙ্গাল জেলায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন। অভিযোগ উঠেছে, তাঁর এক ছেলে বন্ধু অন্যদের সঙ্গে ব্যক্তিগত ছবি শেয়ার করায় ওই ছাত্রী আত্মহত্যা করেন। রোববার সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
এর আগে একই রাজ্যের স্নাতকোত্তর প্রথম বর্ষের এক মেডিকেল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টার চার দিন পর রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২৬ বছর বয়সী ডি প্রীতি নামের ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এক ধরনের ইনজেকশন শরীরে প্রয়োগ করে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। হাসপাতালে রাতের শিফটে কাজ করার সময় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর অবস্থায় হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মেডিকেল কলেজ চত্বরে। এ ছাড়া অন্যান্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করা হয়।