হোম > বিশ্ব > ভারত

গুজরাট-হিমাচলের বিধানসভা নির্বাচন: বুথ ফেরত জরিপে হতাশ কংগ্রেস

কলকাতা প্রতিনিধি

ভারতের গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা ও দিল্লি করপোরেশন নির্বাচনের বুথ ফেরত জরিপ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে হতাশ ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস। তবে তাদের দাবি, জরিপের ফল মিলবে না। কংগ্রেস বেকায়দায় থাকলেও বিজেপির দাবি জরিপকে ভুল প্রমাণ করে আরও ভালো দলটি। 

গুজরাট ও হিমাচলের পাশাপাশি দিল্লি করপোরেশনেও পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক) ফুটতে যাচ্ছে বলে দাবি বিজেপির। দিল্লিতে ঝাড়ুকে (আম আদমি পার্টির প্রতীক) মানুষ ঝাড়ু মেরেই বিদায় দেবে বলেও দাবি করেছেন বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, সমস্ত জরিপকে ভুল প্রমাণ করে আম আদমি পার্টি আরও বেশি শক্তি নিয়ে নিজেদের ক্ষমতা প্রমাণ করবে। 
 
আগামী বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার আগে গতকাল সোমবার রাতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমের বুথথেরত জরিপের ফলাফল। তাতে দেখা যাচ্ছে গুজরাটে বিজেপিই এগিয়ে। দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং আম আদমি পার্টি তৃতীয়। তবে বিরোধী ভোট কাটাকুটি না হলে লড়াই হতো হাড্ডাহাড্ডি। 

গুজরাটে বিজেপির একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত মিললেও হিমাচলে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে দিল্লি করপোরেশনে একতরফাভাবে জিততে যাচ্ছে আম আদমি পার্টি। 

বুথ ফেরত সমীক্ষা মিলবে না বলে দাবি করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভির কটাক্ষ, ‘আমি স্বীকার করি, বিজেপির একটা ওজন আছে। তাদের দলে অর্থশক্তি খুবই দৃশ্যমান।’ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের মতে, নতুন দল হিসেবে গুজরাট ও হিমাচলে ভালোই ফল করবে তাঁরা। তবে বিজেপির দাবি, দিল্লি করপোরেশন নির্বাচনে জরিপ মিলবে না। তবে দিল্লির ফল বুধবারই জানা যাবে, বৃহস্পতিবার জানা যাবে গুজরাট ও হিমাচল। 

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন