হোম > বিশ্ব > ভারত

বিশেষ মর্যাদা বাতিলের পর এই প্রথম কাশ্মীরে মোদি

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর এই প্রথম উপত্যকা সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার এই সফরে যান তিনি। সেখানে তিনি বলেন, নিজেদের স্বার্থে কংগ্রেস ও তার মিত্ররা জম্মু-কাশ্মীরের মানুষকে ভুল বুঝিয়েছে ৩৭০ অনুচ্ছেদের নামে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয় ২০১৯ সালে। এর মধ্য দিয়ে কাশ্মীর বিশেষ মর্যাদা হারায়। পরে কেন্দ্রীয় সরকারের শাসনে আনা হয় অঞ্চলটিকে। ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সেখানে ব্যাপক বিক্ষোভ হয়। এর প্রায় পাঁচ বছর পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জনসভায় যোগ দিতে মোদি সেখানে গেলেন। সভায় মোদি বলেন, ‘এটা নতুন কাশ্মীর। এই কাশ্মীর দেখার জন্য দশকের পর দশক অপেক্ষায় ছিলাম।’

এই সভায় প্রধান বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করেন মোদি। তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে কংগ্রেস দেশকে ভুল পথে নিয়েছে ৩৭০ অনুচ্ছেদ ব্যবহার করে। এই অনুচ্ছেদ ব্যবহার করে কী মানুষের উপকার হয়েছে? এই অনুচ্ছেদের কারণে উপকার হয়েছে কয়েকটি রাজনৈতিক পরিবারের। 

মূলত এই বক্তব্যের মধ্য দিয়ে কংগ্রেস ছাড়াও জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহকে আক্রমণ করেছেন মোদি। 

মোদির এই সভাকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ফারুক আবদুল্লাহ বলেন, মোদি তার প্রতিটি বক্তব্যে কাশ্মীরের স্থানীয় রাজনীতিকে আক্রমণ করেন। যদি ৩৭০ অনুচ্ছেদ খারাপ হয়, তবে গোলাম নবী আজাদের রাজ্যসভা ও লোকসভায় দেওয়া ভাষণটি শুনুন। এখানে তিনি গুজরাট ও জম্মু-কাশ্মীরের পার্থক্য তুলে ধরেছেন। 

মোদির পরিবারতন্ত্র নিয়ে বক্তব্যের সমালোচনা করেছেন আবদুল্লাহ। তিনি বলেন, ‘জনগণ আমাকে ভোট দেয়নি বলে হেরে গেছি। তাহলে এখন পরিবারতন্ত্র কোথায়?’

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি