কলকাতা প্রতিনিধি
আবগারি কেলেঙ্কারির তদন্তে এবার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। আগামীকাল রোববার তাঁকে দিল্লিতে তদন্তকারী সংস্থার কাছে হাজির হতে বলা হয়েছে। এই আবগারি কেলেঙ্কারিতেই দিল্লির উপমুখ্যমন্ত্রী থাকাকালে গ্রেপ্তার হয়ে এখনো জেলে বন্দী আছেন এএপি নেতা মণীশ শিশোদিয়া।
আজ শনিবার সিবিআইয়ের তলব পেয়ে অরবিন্দ পাল্টা অভিযোগ করে বলেন, তদন্তকারী সংস্থা আদালতে মিথ্যা বলছে। তাই তাঁদের বিরুদ্ধে পাল্টা মামলা করা হবে।
সম্প্রতি জাতীয় দলের মর্যাদা পেয়েছে এএপি। আর সেই মর্যাদা পাওয়ার সাত দিনের মধ্যেই দলের সভাপতিকে তলব করল সিবিআই। বিষয়টিকে নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণের মাত্রা বাড়াচ্ছেন বিরোধীরা। খোদ অরবিন্দের অভিযোগ, মোদির বিরুদ্ধে মুখ খোলাতেই তাঁদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে সিবিআইকে।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি যদি বলি ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাজার কোটি রুপি দিয়েছি, তাহলে কি তাঁকে গ্রেপ্তার করা হবে?’
তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তথ্য জালিয়াতি ও আদালতে অসত্য বলারও অভিযোগ করেন তিনি। তাঁর দলেরই রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করাতেই সিবিআই তদন্ত শুরু করেছে। মোদির ইমেজ রক্ষায় বিজেপি যা খুশি তা-ই করতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।