Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

১৭ বাংলাদেশি অনুপ্রবেশের দাবি আসাম পুলিশের, গ্রেপ্তার এক 

অনলাইন ডেস্ক

১৭ বাংলাদেশি অনুপ্রবেশের দাবি আসাম পুলিশের, গ্রেপ্তার এক 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত ১৭ বাংলাদেশি অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে পুলিশ। একই সঙ্গে তারা একজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আসাম পুলিশের তথ্যানুসারে, গ্রেপ্তার ওই বাংলাদেশি একজন নারী এবং তাঁকে ফের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ওই নারীর আবাস রাজধানী ঢাকায় উল্লেখ করা হলেও তাঁর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আসাম পুলিশ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে জানান, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিক ঢাকার বাসিন্দা। তিনি লিখেন, ‘ঢাকার ওই নারীকে কিছুক্ষণ আগে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, তাঁকে আসাম পুলিশ ধুবড়ি থেকে গ্রেপ্তার করেছিল।’

ওই নারী গত ১৮ আগস্ট ভোরে আসামের দক্ষিণ সালমারা জেলার সুকচর হয়ে প্রবেশ করেন। তার আগে তিনি টানা ২৪ ঘণ্টা বাস ও নৌকায় করে যাত্রা শেষে আসামে পৌঁছান বলে জানিয়েছে আসাম পুলিশ। এ বিষয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘সুকচরের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার পর তিনি নৌকায় করে ধুবড়িতে যান এবং সেখানে তাঁকে আটক করা হয়। তাঁর অন্যান্য সহযোগী/অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।’

ওই নারীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আসাম পুলিশ জানিয়েছে, ওই নারী স্বীকার করেছেন যে, তিনি আরও ১৬ বাংলাদেশি নাগরিকের সঙ্গে একটি অবৈধ চক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের জানিয়েছেন, তাঁরা এখন বাকি ১৬ বাংলাদেশি নাগরিকের সন্ধান করছেন।

বাংলাদেশে পাঠানোর আগে ওই নারী আসামের স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, তিনি একজন বাংলাদেশি ব্যক্তিকে প্রচুর অর্থ দিয়েছেন। আসামে আলী নামের একজন তাঁকে সাহায্য করেছেন। তিনি বলেন, ‘আমরা একটি এলাকা থেকে নদী পার হয়ে একটি সেনা ছাউনি দেখতে পাই। পরে আমরা আমরা রাতে বনের মধ্য দিয়ে হেঁটে একটি বাড়িতে উঠেছিলাম।’

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি