পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শনিবার হেলিকপ্টারে ওঠে তাঁর আসনে বসার সময় পা পিছলে পড়ে গিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আসন ধরার চেষ্টা করলেও ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাঁর আঘাত গুরুতর নয় এবং তাঁর নিরাপত্তাকর্মীরা তাঁকে সাহায্য করেছিলেন বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে হেলিকপ্টারে ওঠার সময় পড়ে যান। এরপর তিনি তাঁর গন্তব্য আসানসোলের উদ্দেশে রওনা হন।
আজ আসানসোলে লোকসভা নির্বাচন ঘিরে দুটি প্রচারণা সভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এতে যোগ দেওয়ার উদ্দেশে দুর্গাপুর থেকে হেলিকপ্টারে আসানসোল যাচ্ছিলেন তিনি।
এর আগে গত ১৪ মার্চ একবার আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পেয়েছিলেন। সেই ঘটনায় ক্ষতস্থানে সেলাইও দিতে হয়েছিল।