Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

খাবারে ব্লেড পাওয়া যাত্রীকে অফার দিয়ে শান্ত করতে চাইল এয়ার ইন্ডিয়া

অনলাইন ডেস্ক

খাবারে ব্লেড পাওয়া যাত্রীকে অফার দিয়ে শান্ত করতে চাইল এয়ার ইন্ডিয়া

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সরবরাহ করা খাবারে একটি ব্লেড পাওয়ার অভিযোগ করেছেন এক যাত্রী। মথুরাস পাল নামের ওই যাত্রী পেশায় সাংবাদিক। গত সপ্তাহে তিনি ভারতের বেঙ্গালুরু থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে চড়ে বসেছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মধুরাস পাল জানান, মাঝ আকাশে বিমানের ভেতর তাঁকে সেদ্ধ করা মিষ্টি আলু ও ডুমুরের চাট খেতে দেওয়া হয়েছিল। পরে মুখের ভেতর তিনি ধাতব কোনো বস্তুর উপস্থিতি টের পান। 

মথুরাস লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার খাবার ছুরির মতো কাটতে পারে। এটির সেদ্ধ মিষ্টি আলু আর ডুমুর চাটের মধ্যে লুকিয়ে ছিল ব্লেডের মতো একটি ধাতব বস্তু। খাবার চিবানোর সময় কয়েক সেকেন্ডের মধ্যে আমি মুখের ভেতর এটির উপস্থিতি টের পাই। ঈশ্বরের কৃপায় কোনো ক্ষতি হয়নি।’ 

পোস্টে খাবারে পাওয়া ব্লেডের ছবি জুড়ে দিয়ে এ ঘটনাটির জন্য এয়ার ইন্ডিয়ার কাটারিং সার্ভিসকে দায়ী করেন মথুরাস। এ ধরনের ঘটনা বিমান সংস্থাটির ইমেজকে খাটো করে বলেও উল্লেখ করেন তিনি। আর এই খাবারটি যদি কোনো শিশুকে প্রদান করা হতো, তবে আরও মারাত্মক পরিণতি হতে পারত বলে আশঙ্কা করেন তিনি। 

মথুরাস পালের ওই পোস্ট দৃষ্টিগোচর হয়েছে এয়ার ইন্ডিয়ারও। পরে বিমান সংস্থাটির পক্ষ থেকে ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁকে একটি বিজনেস ক্লাসের ওয়ান-ওয়ে টিকিট অফার করা হয়। এই টিকিট দিয়ে আগামী এক বছরের মধ্যে ওই যাত্রী এয়ার ইন্ডিয়ার যেকোনো রুটের যেকোনো ফ্লাইটে ব্যবহার করতে পারবেন। 

এদিকে এয়ার ইন্ডিয়ার ওই টিকিটের অফার প্রত্যাখ্যান করেছেন মথুরাস। তিনি এই অফারকে বিমান সংস্থাটির ঘুষ হিসেবে আখ্যা দিয়েছেন। 

খাবারে ব্লেডের ব্যাখ্যা দিতে গিয়ে বিমান সংস্থাটি জানিয়েছে, ওই ব্লেডটি আসলে সবজি কাটার মেশিনের। হয়তো সবজি কাটার সময় মেশিনের ভাঙা টুকরোটি রয়ে গেছে। বিষয়টি নিয়ে আরও গভীর তদন্তেরও পরিকল্পনা করেছে সংস্থাটি।

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

ভারতে ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডির অর্থায়ন ৭৫০ মিলিয়ন ডলার

চতুর্থ দফায় আরও ১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

মহাকুম্ভের পুণ্যস্নানে এসে স্বামীর পরকীয়ার বলি হলেন স্ত্রী

কেরালায় দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন

উত্তরাখন্ডে বন সংরক্ষণের তহবিলে কেনা হয়েছে আইফোন–আসবাব

বিজেপি-আরএসএস ১৯৬০-এর দশক থেকেই মার্কিন অর্থ পাচ্ছে: কংগ্রেসের পাল্টা অভিযোগ

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের আহ্বানের জবাবে ‘সন্ত্রাসবাদ জুজু’ দেখাল ভারত

কোটি টাকার হেরোইনসহ আটক ভারতীয় ‘লেডি ডন’ জোয়া খান

ইউএসএআইডির ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল, মুখ খুলল ভারত সরকার