হোম > বিশ্ব > ভারত

মুস্তফা কামালের সঙ্গে ভারতীয় অর্থমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গতকাল সোমবার ভারতের গুজরাটের গান্ধীনগরে জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের বাইরে বৈঠক করেন তাঁরা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দুই দেশের অর্থমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ভারতের অর্থ মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গুজরাটের গান্ধীনগরে জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের (জি-২০ এফএমসিবিজি) সাইডলাইনে বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।’ 

তবে বৈঠকে দুই দেশের অর্থমন্ত্রী ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ভারতীয় অর্থ মন্ত্রণালয়। 

দুদিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভারতের সভাপতিত্বে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান শক্তিকান্ত দাস যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেন। এই সম্মেলন জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের তৃতীয় সম্মেলন। 

জি-২০ জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন মূলত জোটভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করার লক্ষ্যে এবং পারস্পরিক সংকট এবং সুযোগ আলোচনার লক্ষ্যে আয়োজিত হয়ে থাকে।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি