অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত আট বছরে তিনি এমন কোনো কাজ করেননি যার কারণে দেশবাসীর কাছে লজ্জায় মাথা নিচু করতে হয়। বিগত ৮ বছরে তিনি দেশের সেবা করা যায় এমন কোনো চেষ্টাই বাদ রাখেননি। শনিবার গুজরাটে একটি হাসপাতালের উদ্বোধনকালে স্থানীয় জনসমাবেশে তিনি এসব কথা বলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তাঁর নিজ রাজ্য গুজরাটের রাজকোট জেলায় ২০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের পর স্থানীয় এক জনসমাবেশে ভাষণ দেন।
ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘গত আট বছরে দেশের সেবা করার কোনো প্রচেষ্টাই আমি বাদ রাখিনি। এমন কোনো কাজই করিনি, যাতে আপনাদের এমনকি দেশের একটি মানুষকেও লজ্জায় মাথা নিচু করতে হয়।’
ভাষণে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘গত আট বছরে, আমরা সেই ভারত নির্মাণের সৎ প্রচেষ্টা করেছি, যা মহাত্মা গান্ধী এবং সর্দার প্যাটেলের স্বপ্ন ছিল। এই সময়ে আমাদের সরকার দরিদ্রদের অবস্থার উন্নয়নের চেষ্টা করেছি।’
মোদি আরও বলেন, ‘আমরা এই সময়ে দারিদ্র্য নিরসনে ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তাদের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা করেছি।’ এ সময় তিনি কোভিড-১৯ মহামারির সময় সরকার গৃহীত পদক্ষেপের উল্লেখ করে বলেন, এ সময়ে দেশের বিপুল মানুষকে টিকা দেওয়া হয়েছে।