অনলাইন ডেস্ক
এখনই গ্রেপ্তার করা যাবে না বিজেপির বারখাস্ত হওয়া মুখপাত্র নূপুর শর্মাকে। মহানবীকে সা. কটূক্তি করায় তাঁর বিরুদ্ধে দায়েরকৃত ৯টি মামলায় তাঁকে এখনই গ্রেপ্তার করা যাবে না বলে আজ মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, আদালত ভারতের বিভিন্ন রাজ্যে নূপুর শর্মার নামে যেসব মামলা দায়ের করেছে সেগুলোকে সম্মিলিতভাবে একটি মাত্র মামলায় পরিণত করতে নূপুর শর্মার যে আবেদন তাতে রাজ্যগুলোকে সাড়া দিতে বলেছে। ভারতের দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তর প্রদেশ, জম্মু–কাশ্মীর এবং আসামের রাজ্য সরকারের প্রতি আদালত এই আহ্বান জানিয়েছে।
আদালত জানিয়েছে, আগামী ১০ আগস্ট নূপুর শর্মার এই আবেদনের বিষয়টি আমলে নেবেন। তাই ততক্ষণ পর্যন্ত নূপুর শর্মার বিরুদ্ধে কোনো মামলাও গ্রহণ করা হবে না। এর আগে, নূপুর শর্মা আদালতে জানিয়েছেন, নূপুর গত ১ জুলাই থেকে তাঁর জীবননাশের হুমকি পেয়ে আসছেন। তারই পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এর আগে, ১ জুলাই আমরা পিটিশনকারীকে (নূপুর শর্মা) স্বাধীনতা দিয়েছিলাম যে, তিনি বিকল্প আইনি প্রতিকার খুঁজতে পারেন। কিন্তু তিনি এখন দাবি করছেন, বর্তমানে তাঁর পক্ষে অন্য প্রতিকার খুঁজে বের করা অসম্ভব এবং এই মুহূর্তেই তাঁর জীবন এবং স্বাধীনতা সুরক্ষা প্রয়োজন।’
এর আগে, গত ১ জুলাই আদালত নূপুর শর্মাকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছিলেন। কিন্তু নূপুর আদালতের পরামর্শ গ্রহণ করেননি। আজ আদালত সেই বিষয়টির দিকেই ইঙ্গিত করে অন্য আইনি প্রতিকারের কথা উল্লেখ করেন।
সে সময় আদালত নূপুর শর্মাকে দেশব্যাপী উত্তেজনা সৃষ্টির জন্য এককভাবে দায়ী বলেও উল্লেখ করেছিলেন।