হোম > বিশ্ব > ভারত

টিকা নিতে রাজি না হওয়ায় বরখাস্ত হলেন ভারতীয় বিমান সেনা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের টিকা নিতে রাজি না হওয়া ভারতীয় বিমান বাহিনীর এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

খবরে বলা হয়েছে, টিকা না নেয়ার সিদ্ধান্ত নিজের মৌলিক অধিকার দাবি করে ভারতীয় বিমান বাহিনীর এক কর্পোরাল গুজরাট হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন। এর জবাবে ভারতের কেন্দ্রীয় সরকার আদালতকে জানিয়েছে, করোনা টিকা না নেয়ায় ইতোমধ্যে বাহিনীর এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

ভারত সরকারের তথ্যমতে, বরখাস্ত হওয়া ওই বিমান সেনা রাজস্থানের। তবে তাঁকে নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জানা গেছে, টিকা না দেওয়ায় ভারতীয় বিমান বাহিনীর কয়েকজন সদস্য শোকজ নোটিশও দেয়া হয়েছিল। এর সন্তোষজনক জবাব না পাওয়ায় ভারতীয় বিমান বাহিনীর এক সদস্যকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে ভারতের বিমান বাহিনীর অ্যাসিসট্যান্ট সলিসিটর জেনারেল দেবাং ব্যাস আদালতে জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর নয় সদস্য টিকা নিতে চাননি।  তাঁদের সবাইকে এর কারণ দর্শানোর নোটিশ দেওয়া  হয়েছিল। আট সদস্য নোটিশের জবাব দিয়েছেন। আর একজন ওই নোটিশের জবাব না দেওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

উল্লেখ্য , ভারতের সশস্ত্র বাহিনীর সকল সদস্যের করোনা টিকাগ্রহণ বাধ্যতামূলক করেছে ভারত সরকার। তবে টিকা নেয়া না নেয়া ঐচ্ছিক বিষয় দাবি করে সরকারের এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন তাঁদের কেউ কেউ।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন