Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, ৫ কিমি দূরে পৌঁছাল আওয়াজ

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, ৫ কিমি দূরে পৌঁছাল আওয়াজ
মহারাষ্ট্রে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ। ছবি: ভিডিও থেকে

ভারতের মহারাষ্ট্রে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে আটজন শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা গেছে। সেই সঙ্গে দূর থেকে করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

আজ শুক্রবার সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির বক্তব্যে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। মন্ত্রী বলেছেন, ‘ভান্ডারার অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যেখানে আটজন নিহত এবং সাতজন আহত হওয়ার প্রাথমিক তথ্য পেয়েছি। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করুন।’

এ বিষয়ে জেলা প্রশাসক সঞ্জয় কোলটে বলেন, বিস্ফোরণটি কারখানার এলটিপি বিভাগে সকাল সাড়ে ১০টার দিকে ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও চিকিৎসক দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ধসে পড়েছে এবং এক ডজনেরও বেশি শ্রমিক আটকা পড়েন সেখানে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, একজনের মৃতদেহ উদ্ধার হয়। ধ্বংসস্তূপ সরাতে একটি খনন যন্ত্র ব্যবহার করা হয়েছে।

এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিস জানান, শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও প্রয়োজনে চিকিৎসা সহায়তার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়: মোদি

বিজেপি সরকারের ওয়াক্ফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

ভারতে মুসলমানদের ওয়াক্ফ বোর্ডে থাকবে ২ অমুসলিম সদস্য, বিল পাস

ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাস, কী আছে এতে

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

ক্রিকেট-ভূরাজনীতিতে বিভক্ত বাংলাদেশ-ভারত একমত হলো যে বিষয়ে

জিওর কাছে ভারত সরকার পাবে ১,৭৫৭ কোটি রুপি, বিল ব্যর্থতায় পুরোটাই গচ্চা

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি সেনারা, চালাল গুলি

বাংলাদেশের অভ্যুত্থানের ভয় ভারতের ক্ষমতাসীন শিবিরেও, কাছে আসছে বিজেপি-আরএসএস