Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভারতের কর্ণাটকে ১০ দিনের রাত্রিকালীন কারফিউ

অনলাইন ডেস্ক

ভারতের কর্ণাটকে ১০ দিনের রাত্রিকালীন কারফিউ

বিশ্বজুড়ে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়েই বাড়ছে শঙ্কা। ভারতে এ পর্যন্ত ৪২২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের কর্ণাটকে ১০ দিনের রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে এই কারফিউ কার্যকর হবে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন, আগামী ২৮ ডিসেম্বর থেকে পরবর্তী ১০ দিনের জন্য রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। 

কে সুধাকর আরও বলেছেন, নতুন বছরের অনুষ্ঠানে বিধিনিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ির বাইরে অনুষ্ঠান করা যাবে না। বিশেষ করে জনসমাগম কিংবা ডিজে ইত্যাদি কর্ণাটকে পুরোপুরি নিষিদ্ধ থাকবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান ও পাবগুলোতে ধারণক্ষমতার অর্ধেক মানুষ বসে খাবার খেতে পারবে। 

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৮০২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৭৯ হাজার ৬৮২ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৩৫৪ জন।

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের