হোম > বিশ্ব > ভারত

ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে মার্কিন অর্থায়নের পুরস্কার প্রত্যাখ্যান ভারতীয় আদিবাসী কবির

ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে মার্কিন অর্থায়নের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন ভারতীয় আদিবাসী এক নারী কবি। তাঁর নাম জাসিন্তা কারকেতা। তিনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ওঁরাও আদিবাসী গোষ্ঠীর সদস্য। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাসিন্তা আনাদোলুকে জানিয়েছেন, তাঁকে তাঁর ‘জিরহুল’ কাব্যগ্রন্থের জন্য ‘রুম টু রিড ইয়ং অথর’ পুরস্কার দিতে চেয়েছিল ‘রুম টু রিড ইন্ডিয়া ট্রাস্ট’। এই ট্রাস্ট মার্কিন সহায়তা সংস্থা ইউএসএইডের অর্থায়নে পরিচালিত। আর এ কারণেই তিনি মার্কিন অর্থায়নের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। 

ভারতীয় এই নারী কবি আরও জানান, তাঁকে পুরস্কারের আয়োজক গোষ্ঠী একটি ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছিল। তিনি বলেন, ‘ফিলিস্তিনে হাজারো শিশু মারা যাচ্ছে এবং প্রাপ্তবয়স্করা শিশুদের জন্য একটি ভালো পৃথিবী নির্মাণ করতে পারছে না। আর তাই একজন কবি হিসেবে, আমি ফিলিস্তিনের শিশু, নারী ও নির্যাতিতদের সঙ্গে আমার সংহতি প্রকাশ করতে চাই।’ 

জাসিন্তা কারকেতা আরও জানান, ‘রুম টু রিড ইন্ডিয়া ট্রাস্ট’ মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সঙ্গে সম্পর্কিত আর এই কোম্পানি ইসরায়েলের সঙ্গে অস্ত্র ব্যবসাও পরিচালনা করছে। জাসিন্তা কারকেতা এমন এক সময়ে এই পুরস্কার প্রত্যাখ্যান করলেন, যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হয়েছে এবং এই সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ক্রমাগত সমর্থন দিয়ে গেছে। 
 
ভারতীয় এই কবি মূলত তাঁর সাহিত্যে লিঙ্গভিত্তিক সহিংসতাকে প্রাধান্য দেন। বিশেষ করে নারীদের বিরুদ্ধে, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতিসহ নানা বিষয় উঠে আসে তাঁর সাহিত্যে। তিনি ভারতীয় সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচক।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি