হোম > বিশ্ব > ভারত

মিজোরামে আশ্রয় নিয়েছে ৩০ হাজারেরও বেশি মিয়ানমারের শরণার্থী

কলকাতা প্রতিনিধি

ভারতের মিয়ানমার সীমান্তবর্তী রাজ্য মিজোরামে আশ্রয় নিয়েছে মিয়ানমারের অন্তত ৩০ হাজার নাগরিক। দেশটির ৩০ হাজার ৩১৬ জন নাগরিক মিজোরামে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। গত রোববার মিজোরাম রাজ্য সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়। 

রাজ্য সরকার জানিয়েছে, মিয়ানমারে সামরিক শাসন জারির পর থেকে ৯ জুলাই পর্যন্ত ৩০ হাজার ৩১৬ জন শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছেন।

আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৪ জন আইনপ্রণেতাও রয়েছেন। মিয়ানমার থেকে আসা শরণার্থীদের মধ্যে নারী রয়েছে ১০ হাজার ৪৭ জন এবং শিশুর সংখ্যা ১১ হাজার ৭৯৮। এ ছাড়া অন্তত ১৬ জন জনপ্রতিনিধিও শরণার্থী হিসেবে মিজোরামে অস্থায়ীভাবে বসবাস করছেন। 

এদের মধ্যে ৩০ হাজার ৮৪ জনের সচিত্র পরিচয়পত্রও রাজ্য সরকার বানিয়ে দিয়েছে। তবে এই পরিচয়পত্র কেবল তাদের চিহ্নিত করার জন্যই ব্যবহৃত হবে। এর মাধ্যমে আশ্রয়প্রার্থীরা কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিতে পারবেন না। 

এদিকে, মাত্র ১২ লাখ মানুষ বসবাসকারী ভারতের এই ছোট্ট রাজ্যটিতে ১৫৬টি শরণার্থীশিবির খোলা হয়েছে শরণার্থীদের জন্য। রাজ্যের বিভিন্ন অঞ্চলে এসব শরণার্থীশিবির খোলা হয়েছে। এর মধ্যে ৪১টি শিবির খোলা হয়েছে। এ ছাড়া, লংটলাইতে ৩৬টি এবং চাম্ফাই নামক এলাকায় স্থাপন করা হয়েছে ৩৩টি শিবির।  

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশে’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

সেকশন